Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

খালিদ সঙ্গীতের ব্যানারে রাবি ৩২ ব্যাচের পুনর্মিলনী সঙ্গীত ‘এসো মিলি প্রানের টানে’

সবসময় অনন্য এবং নিত্যনতুন সঙ্গীত ভিডিও নিয়ে আসবার জন্য অনন্য খালিদ সঙ্গীত। দারুন শিল্পী, দারুন লেখা এবং সুরের সংমিশ্রণে প্রতিবারই দারুন দারুন বিভিন্ন জ্ঞান শ্রোতাদের উপহার দেয় খালিদ সঙ্গীত। এবার খালিদ সঙ্গীতের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩২ তম ব্যাচের পুনর্মিলনী সঙ্গীত। গানটির নাম ‘এসো মিলি প্রানের টানে’। গানটিতে কথা ও সুর দিয়েছেন মাহবুবুল খালিদ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজিব, সঙ্গীতা, প্রিয়াঙ্কা এবং কিশোর।
Eso Mili Praner Tane

দারুন এই গানটির লিরিক্স,
চ-লো এ-ক-সা-থে মা-তি উ-ল্লা-সে
চলো চলো চলো,
চলো একসাথে মাতি উল্লাসে
বন্ধু ছাড়া হয়না জীবনের মানে
এসো মিলি প্রাণের টানে,
হে বন্ধু,
এসো মিলি প্রাণের টানে॥

e-HostBD Hosting Service

ভিনগ্রহের রত্ন মোরা
এক হয়েছি মতিহারে
পারবে না কেউ কাটতে বাঁধন
করতে ছিন্ন তাহারে;
এসো মিলি প্রাণের টানে,
হে বন্ধু,
এসো মিলি প্রাণের টানে॥

যতোই মোরা রই ছড়িয়ে
মহাবিশ্ব জুড়ে
জড়ো হবো এক নিমিষে
(শুধু) একটা ফুৎকারে;
বন্ধুর একটা ফুৎকারে
এসো মিলি প্রাণের টানে,
হে বন্ধু,
এসো মিলি প্রাণের টানে॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন