নিত্যনতুন নানারকম গানের জন্য অন্যতম জনপ্রিয় একটি নাম হচ্ছে খালিদ সঙ্গীত। যেখানে মানুষের মনের নানারকম ভাব প্রতিনিয়ত বিভিন্ন রকম গানের মাধ্যমে ফুটে ওঠে। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে নতুন একটি গান। নতুন এই গানটির নাম ‘যুদ্ধ নয় শান্তি চাই’। গানটির কথা এবং সুর দিয়েছেন কবি মাহবুবুল খালিদ। গানটিকে কম্পোজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজিব।
Juddho Noy Shanti Chai
দারুন এই গানটির লিরিক্স,
আমরা মানুষ আমরা ভাই
আর যুদ্ধ নয় শান্তি চাই
দেশে দেশে গড়বো মৈত্রী
শান্তি সুখে বাঁচতে চাই॥
বিশ্বে কিছুর কমতি নাই
আপন মেধা খাটাও সবাই
তুষ্ট থাকো নিজের ধনে
পরের ধনে চোখটি নাই।
আমার আছে তেল টা বেশি
তোমার আছে চাল যে ভাই
চালের সাথে তেলের বদল
করবো মোরা তাই॥
দেশে দেশে যুদ্ধ নয়
বোমা বুলেট গুলি নয়
যুদ্ধে হয় শক্তি ক্ষয়
হয় মেধার অপচয়।
যুদ্ধ করে জীবন ক্ষয়
লক্ষ মানুষ পঙ্গু হয়
আমাদের দেশ মহাদেশ নাই
আমরা শান্তি ফিরে চাই॥
ও ভাই তোমার আছে মেধা
আর আমার আছে শ্রম
এই দুয়ে এ মিলে এক না হলে
হবে বিশাল ভ্রম।
এসো সবাই মিলে গড়ে তুলি
শান্তিরও আশ্রম,
আমাদের ধর্ম বর্ণ গোত্র নাই
আমরা শান্তি চাই॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন