দারুন সব গান নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত নানানরকম গান নিয়ে হাজির হয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের সম্পূর্ণ নতুন একটি সঙ্গীত ভিডিও। আর নতুন এই গানটির নাম আপন আপন করি কারে। দারুন এই গানটি রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজও করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী স্বর্ণলিপি।
গানটির লিরিক্স,
আপন আপন করি কারে
কে আমার আপন ওরে
আপন ভেবেই করলাম ভুল
আমি যে আপনারে॥
আমার প্রাণ আমার দেহ
যতোই আমার আমার করি
তবু প্রাণ ছাড়বে দেহ
সে কি মানবে কারো আড়ি।
আপন নহে দেহ প্রাণ যে
একদিন তাই যাবে ছাড়ি রে॥
আপন তোর আর কিছু না
তোর আপন কর্মটা
তারি ফল যাবে সাথে
খাটাও তাই দেহ মনটা।
জীবে সেবা ঈশ্বরে প্রেম
আহা আর তো কিছু না রে॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন