দারুন সব গান নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত নানানরকম গান নিয়ে হাজির হয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের সম্পূর্ণ নতুন একটি সঙ্গীত ভিডিও। আর নতুন এই গানটির নাম আমি চিনিনা গো চিনিনা। দারুন এই গানটি রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজও করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নন্দিতা।
গানটির লিরিক্স,
আমি চিনিনা গো চিনিনা
আমি মানুষ চিনিনা
তারা কি ভাবে গো, তারা কি করে গো
আমি জানি না গো, (আমি) জানি না
তারা অন্তরে কি ভাবেগো
তাহা আমি দেখি না
তারা কি করতে চায়, কি করে গো
(আমি) তাওতো বুঝি না।
কিছুর সাথে কিছুর মিল
আহা যেন পাই না,
পাই না আমি পাই না॥
বিচিত্র মানুষ, তারা বিচিত্র ভাবনায়
খুঁজে বেড়ায় সুখো-সুর
কতোই না পথ কতোই না মত
জগৎময় সদা সুরা-সুর।
কেউ আঁখি জলে ভাসে, কেউ নাচে উল্লাসে,
আমি বুঝি না গো,
বুঝি না আমি বুঝি না॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন