Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

খালিদ সংগীতের নতুন গান ‘বর্জন করো ধূমপান’

সর্বদা সময়ের উপযোগী এবং নিত্যনতুন বিষয়াদী নিয়ে মানসম্মত গান নিয়ে আসার জন্য জনপ্রিয় খালিদ সংগীত। সংস্কৃতির সাথে মিশে থাকা নানান ভাবের গান থেকে শুরু করে, সমাজ সচেতনতামূলক নানাবিধ গানের ভিডিও নিয়ে আসে খালিদ সংগীত। সম্প্রতি খালিদ সংগীত তাদের ব্যানারে ধূমপান থেকে বিরত থাকার জন্য নতুন একটি সমাজ সচেতনতামূলক গান নিয়ে এসেছে। আর তাদের নতুন এই গানটির নাম ‘বর্জন করে ধূমপান’।

Barjan Koro Dhumpan

e-HostBD Hosting Service

দারুন এই গানটির লিরিক্স,

বর্জন করো ধূমপান
রক্ষা করো জীবনমান
ধূমপানে বিষপান
কেউ পাবে না পরিত্রাণ॥

বিড়ি থেকে হয় গো শুরু
খোকার লুকোচুরি
বিলম্বে করে শুরু সে
তাই তো ফেরা বাড়ি।
ধুমপানে বিষপান
কেউ পাবে না পরিত্রাণ॥

পাপের হলো মিথ্যে রাজা
তামাক থেকেই ধরে গাঁজা
শুরু হয় মিথ্যে বাহানা
হেরোইন মারিজুয়ানা।
ধুমপানে বিষপান
কেউ পাবে পরিত্রাণ॥

তামাক ভরা শুধুই নিকোটিন
করলে পান হয় গো রোগ কঠিন
তামাকে নেই কোনো গুণ
ফুসফুসে ধরায় আগুন।
ধুমপানে বিষপান
কেউ পাবে না পরিত্রাণ॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন