Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ঈদ নিয়ে খালিদ সঙ্গীতের গান ‘ঈদ এলো রে’


উৎসব-পার্বণ হোক কিংবা সামাজিক সচেতনতা নানান বিষয় নিয়ে দারুন দারুন সব গান দেয়ার জন্য জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে খালিদ সঙ্গীত। খালিদ সঙ্গীত নিয়মিতভাবে উঠতি সব দারুন দারুন সঙ্গীত শিল্পীদের নিয়ে দারুন দারুন সকল গান তৈরি করে, বাংলা সঙ্গীত সংস্কৃতিকে অনেক বেশি সমৃদ্ধ করে যাচ্ছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খালিদ সঙ্গীত প্রকাশ করেছে তাদের নতুন একটি গান; আর নতুন এই গানটির নাম হচ্ছে  ‘ ঈদ এলো রে’। গানটিতে রচনা এবং সুর করেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজ করেছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী রাফসান এবং স্মরণ।

দারুন এই গানটির লিরিক্স, 

ঈদ এলো রে সবার ঘরে
নিয়ে খুশির বাহার
সুখ আনন্দে কাটবে রে দিন
আজ উল্লাসে সবার॥

e-HostBD Hosting Service

আজ ধনী গরীব সবাই সমান
অন্তরে মহান
ভুলে যাবো ফ্যাসাদ বিবাদ
ভুলবো বিসম্বাদ।
বাড়িয়ে হাত মিলাবো কাঁধ
দূর হবে অসার
সুখ আনন্দে কাটবে রে দিন
আজ উল্লাসে সবার॥

সব মানুষের একটি কাতার
বইছে আনন্দের জোয়ার
আজ জমিনে খুলেছে দুয়ার
রহমতে খোদার।
দোস্ত দুশমন নাই রে আজ
সবাই যে আপনার
সুখ আনন্দে কাটবে রে দিন
আজ উল্লাসে সবার॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন