দারুন সব গান নিয়ে শ্রোতাদের মধ্যে প্রতিনিয়ত নানানরকম গান নিয়ে হাজির হয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান খালিদ সঙ্গীত। সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের সম্পূর্ণ নতুন একটি সঙ্গীত ভিডিও। আর নতুন এই গানটির নাম এসেছিলাম থাকতে আমি। দারুন এই গানটি রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটি কম্পোজও করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস।
দারুন এই গানটির লিরিক্স,
এসেছিলাম থাকতে আমি
থাকতে বিশ্ব পারাপারে
কোথাও আমার ঠাঁই হলো না,
যাই চলে যাই, যাই রে।
তবু এ মন চায়, চায় রে
আর ক‘টা দিন যেতো যদি
থাকা বিশ্ব পারাপারে॥
তারার পিঠে আকাশ ঘুমায়
মেঘের কোলে ঠাঁই
সকল ঘাটে ভিড়াই তরী
শুধু বিড়ম্বনাই পাই।
ও আমার কেহ নাই, নাই রে
তবু এ মন চায়, চায় রে
আর ক’টা দিন যেতো যদি
থাকা বিশ্ব পারাপারে॥
লতাগুল্ম দেখে আমার
মনটা কেমন করে ভাই
লতায় লতায় জড়িয়ে থাকে
কোনো মান-অভিমান নাই।
এ মন চায়, চায় রে
আর ক’টা দিন যেতো যদি
থাকা বিশ্ব পারাপারে॥
ঝিলের জলে পদ্ম হাসে
হাসে চন্দ্র তারা
সেই ঘাটেতে হংসমিথুন
আঁকে আলপনা যেনো ক্লান্তিহারা।
এ মন চায়, চায় রে
আর ক’টা দিন যেতো যদি
থাকা বিশ্ব পারাপারে॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন