উৎসব, পার্বণ কিংবা সামাজিক সচেতনতা সকল বিষয়াদি নিয়ে নিয়মিত নিত্যনতুন গান নিয়ে সর্বদা হাজির হয় খালিদ সঙ্গীত। ঈদ মুসলিমদের সবচাইতে বড় উৎসব, আর মুসলমানদের জন্য বছরে দুটি ঈদ হচ্ছে সবচাইতে ফরজ আনন্দ উৎসব। আর এই ঈদ নিয়ে খালিদ সঙ্গীতের রয়েছে দারুন কিছু গান। গানগুলোর গীতিকার মাহবুবুল খালিদ। গানগুলোর সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহার মতন বিখ্যাত সুরকারগন। আর দারুন এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন স্মরণ, রাফসান, মুন্নি, সালমা, কোনাল, সাব্বির, আজিজ, মেহেদি, টিনার মতন নতুন উঠতি সব শিল্পী।
খালিদ সঙ্গীত সম্প্রতি তাদের ঈদের গানগুলো তাদের খালিদ সঙ্গীত ইউটিউব চ্যানেলে সংযুক্ত আকারে প্রকাশ করেছে। নিচে সেই ভিডিও টি যুক্ত করা হল,
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন