ঈদ পরবর্তী সময় মানে বাঙালি সমাজে বিয়ের দারুন এক আমেজ। আর বিয়ের আমাজকে আরো কয়েকগুন বৃদ্ধি করে বিয়ের দারুন দারুন সকল গান। জনপ্রিয় সঙ্গীত লেভেল খালিদ সঙ্গীতের বিয়ে রয়েছে দারুন দারুন কিছু গান। আর এই বিয়ের অনুষ্ঠানে বিয়ের দারুন দারুন এসকল গান বিয়ের আমেজকে বাড়িয়ে তুলতে পারে কয়েকগুনে। খালিদ সঙ্গীতের বেশ কিছু বিয়ের গানের মধ্যে রয়েছে ,
- গান: উঠ ছুঁড়ি তোর লাগছে বিয়ে। শিল্পী: সালমা
- গান: বর আসবে কনের বাড়ি । শিল্পী: সংগীতা, লিজু বাউলা
- গান: বুবু তোর বিয়েতে আলো দিবে। শিল্পী: নিশি শ্রাবণী
- গান: হলুদ মাখো গায়। শিল্পী: রন্টি, পুতুল
খালিদ সঙ্গীত সম্প্রতি তাদের বিয়ের গানগুলো তাদের খালিদ সঙ্গীত ইউটিউব চ্যানেলে সংযুক্ত আকারে প্রকাশ করেছে। নিচে সেই ভিডিও টি যুক্ত করা হল,
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন