হজ-উপলক্ষে খালিদ সংগীতের মনমুদ্ধকর গান ” যাচ্ছি খোদা তোমার ঘরে” ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। মুসলিম উম্মাহর ঐক্য-সংহতি ও সাম্য-ভ্রাতৃত্বের প্রতীক। সম্প্রতি হজের মৌসুমে খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে তাদের সম্পূর্ণ নতুন একটি ইসলামি সঙ্গীত। আর নতুন এই গানটির নাম যাচ্ছি খোদা তোমার ঘরে। দারুণ এই গানটি রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটি সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্মরণ।
দারুন এই গানটির লিরিক্স,
যাচ্ছি খোদা তোমার ঘরে
করিবার তাউয়াফ
আছে আমার যতো গুনাহ
সব করে দাও মাফ॥
করেছি আমি কতোই গুনাহ
সারা জীবনভর
হয়নি সময় চেয়ে দেখার
কে বা আপন পর।
জীবের প্রতি হয়নি দয়া
দেখাইনিতো কোনো মায়া
জমেছে যে পাপের পাহাড়
(খোদা) দাও করে আজ মাফ॥
ন্যায় অন্যায় করিনি বিচার
চলেছি দুর্বার
সত্য মিথ্যার ধারিনি ধার
হয়েছে পাপাচার।
কালিমা সব দাওগো ধুয়ে
আমার দিল করে দাও সাফ
গুনার খাতা যতই বড়
(জানি) করবে তুমি মাফ॥
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।
মন্তব্য করুন