বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট ঠিক রাখা খুবুই কষ্টকর।যখন তখন যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তবে যারা ফেসবুক সম্পর্কে ভালো জানেন তারা হইত এটা থেকে কিছুতা রেহাই পেলেও যারা শখের বশে বা নতুন তারা এই ফাদে বেশি পরেন। তাই আপনাকে দেখাব কি করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তা আবার ফিরিয়ে আনা যায়। তো সুরু করা যাক।নিছে কিভাবে আপনার হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তা ধাপে ধাপে দেয়া হল।
১। প্রথমে https://facebook.com/hacked এই address প্রবেশ করুন।
২। এবার নিছের ছবির মতো My Accounts Compromised এ ক্লিক করুন ।
৩। এখন Identify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন । মানে হল ইমেইল বা ফোন নাম্বার বা আপনার Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন ।
৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।
৫। This is My Account এ ক্লিককরুন ।
ব্যাস কাজ ওকে। এখন দেখবেন আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আবার আপনার কন্ট্রোল এ চলে এসেছে।
মন্তব্য করুন