নতুন বছরে পদার্পন উপলক্ষ্যে ব্যবহারকারীদের ফেলে আসে দিন আর আপলোড করা ছবির নিয়ে স্বয়ংক্রিয় ভিডিও অ্যালবাম উপহার দিচ্ছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক।
গত ৪ জানুয়ারী ফেসবুকের ১১তম জন্মদিনে ফেসবুক প্রেমীদের তাক লাগিয়ে দিতে লুক ব্যাক নামে একটি বিশেষ ফিচার চালু করে ফেসবুক। আর এটি চালু করার সাথে সাথে কোটি কোটি ব্যবহারীরের নজরে চলে আসে।
ফিচারটি নিয়ে ফেসবুক জুড়ে চলছে বন্ধুদের শেয়ারের উৎসব। হোমপেজে হোমপেজে ঘুরছে অতীতের বিশেষ মুহূর্তগুলো। ফেইসবুকে যোগ দেওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যবহারকারীদের পোস্ট ও ছবি থেকে বিশেষ কিছু মুহূর্তের ছবি এবং স্ট্যাটাস স্লাইড শো’র মাধ্যমে কম্পাইলেশন হচ্ছে ভিডিও টুলের মাধ্যমে।
স্মৃতিময় সেই দিনগুলোকে দেখতে দেখতে ফেইসবুকে লগইন করে www.facebook.com/lookback লিংকে যেতে হবে। তাহলেও আপনিও উপভোগ করতে পারবেন বিস্মৃত প্রায় অনেক দিনলিপির কথা।
এখানে স্লাইড শোতে প্রথমেই দেখতে পাবেন আপনার ফেইসবুকে যোগ দেওয়ার সাল। এরপর ‘ইউর ফার্স্ট মোমেন্টস’ শিরোনামে প্রথম সময়কার কিছু পোস্ট দেখায়। এরপর প্রদর্শন করে সবচেয়ে বেশি লাইক কিংবা শেয়ার হওয়া পোস্ট এবং ছবিগুলো। স্লাইড শোতে সুন্দর একটি মিউজিকের তালে তালে ছবিগুলো ধারাবাহিকভাবে ভিডিওতে প্রদর্শন করা হবে।
মন্তব্য করুন