বেঁচে থাকলে তো ফেসবুকে পোস্ট দেয়া যাচ্ছেই, এবার মৃত্যুর পরও ফেসুবকে পোস্ট দেয়া যাবে! ঠিকই শুনছেন, এমনটাই হতে চলেছে। গুগল তাদের ইউজারদের মৃত্যুর পর ‘পাওয়ার অব অ্যাটর্নি’-র মাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। এবার শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট
ফেসবুক এধরনের সুবিধা চালু করতে যাচ্ছে।
এই সুবিধার আওতায় ফেসবুকে একটা বিশেষ আইডিতে ইমেইলেরমাধ্যমে নিজের ছবি, তথ্য, নিজের কথা জানিয়ে দিতে পারবেন। সেই ইমেইলে বলে দিতে হবে, সেই ছবি, তথ্যগুলো আপনি আপনার মৃত্যুর কত দিন/মাস/বছর-পর পোস্ট করবেন, সঙ্গে বলে দিতে হবে আপনার অ্যাকাউন্টের পাওয়ার অব অ্যান্টর্নি কে হবেন।
আপনার মৃত্যুর সংবাদ ফেসবুক ভেরিফাই করার পর আগের পাঠানো সেই ইমেইলের ছবি, তথ্য পোস্ট করে দেবে ফেসবুক স্বয়ং। সেসব পোস্ট বন্ধুরা দেখতে পারবে। তাছাড়া পাওয়ার অব অ্যান্টর্নি অ্যাকাউন্টটি চালাতে পারবে। খুব শিগগিরই এই সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক।
বর্তমানে অবশ্য ফেসবুকে মৃত ব্যক্তিদের জন্য ‘memorialised’ অ্যাকাউন্ট সুবিধা রয়েছে। মৃত ব্যক্তির স্বজনদের অনুরোধে ওই অ্যাকাউন্টটিকে ‘memorialised’ করে ফেসবুক। তবে এই অ্যাকাউন্টটিতে অন্য কেউ লগ-ইন করতে পারে না এবং নতুন বন্ধুকে অ্যাড বা রিমুভ করা যায় না। মৃত ব্যক্তির আগের টাইমলাইন পোস্টগুলো দেখা যায়, বন্ধুরা মেসেজও পাঠাতে পারে, তবে যেহেতু ইউজার মৃত তাই সেই মেসেজ আর কেউ দেখতে পারে না।
আসন্ন নতুন সুবিধার আওতায় ফেসবুক ব্যবহারকারী বেঁচে থাকাকালীনই মৃত্যু পরবর্তী পোস্টগুলো নির্ধারণেরমাধ্যমে মৃত্যুর পরেও ফেসবুকে পোস্ট করতে পারবেন, যেগুলো ব্যবহারকারীর হয়ে ফেসবুক নিজেই পোস্ট করবে। আর ‘পাওয়ার অব অ্যাটনি’ নির্ধারণ করে দিলে পরিচিত জন সেই অ্যকাউন্টটিও চালাতে পারবে।
মন্তব্য
ভাই ইনফো কাজ করেননা,page migrate