সকল কে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবিয়া ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবাওর হাজির হলাম আপনাদের সামনে নতুন এক টিপস নিয়ে। আজকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে একটু লিখবো। আমাদের প্রায় সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমার প্রতিনিয়ত ইমেজ আপলোড করি, ফ্রেন্ড রিকুয়েস্ট করি, স্ট্যাটাস দেই। আপনি চাইলে এগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। কারন এখানে আমরা এমন কিছু করি হয়তো সেটা অন্য খানে করি না। তাই সব কিছু ধরে রাখতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর যা কিছু আছে সব কিছুর ব্যাকআপ নিতে পারে একদম সহজেই। ব্যাকআপ নিতে বলতেছি এই কারনে যে ইদানিং যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে যাতে আপনি আপনার সব কিছু হারিয়ে না ফেলেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন। এরপর উপরের মেনু থেকে Setting এ ক্লিক করুন।
এখন ছবির দাগদেয়া যায়গায় ক্লিক করুন।
এরপর যে উইন্ডো আসবে এখানে Start my Archive এ ক্লিক করুন।
এখন আপনার অ্যাকাউন্ট এর পাস ওয়ার্ড চাইবে। আপনি আপনার অ্যাকাউন্ট এর পাস ওয়ার্ড দিন।
এরপর নিছের ছবির দাগ দেয়া জায়গায় ক্লিক করুন।
সবশেষে Okay ক্লিক করে বের হয়ে আসুন। এখন আপনার ইমেইল এ মেসেজ যাবে দুটি। সর্বশেষ মেসেজ যে লিঙ্ক থাকবে ওইটা ক্লিক করে ডাউনলোড করুন। বাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট এর ব্যাকআপ নেয়ার কাজ। ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলে Extract করে দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর সবকিছু।
মন্তব্য করুন