ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা এবার সেই নিষ্ক্রিয় ইউজারদের ফেসবুক থেকে মুছে ফেলতে চলেছে৷ এই সমস্ত ইউজার কোনো ফ্যান পেজ লাইক করে থাকলে, সেই লাইকও মুছে যাবে৷ স্বাভাবিকভাবেই কমে যাবে অনেক ফ্যান পেজের লাইকের সংখ্যা৷ আর এই সর্তকবার্তা দিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষই৷
অনেকেই হয়তো রাতে ঘুম থেকে উঠে দেখবেন যে তাদের ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে গিয়েছে৷ এক বা দু’লক্ষ লাইক রাতারাতি কমে যেতে পারে৷ কতটা কমবে তার কোনও ঠিক-ঠিকানা নেই৷ বহু নামি-দামি সংস্থা, প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেসবুকের লাইক কিনে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন৷ আর এই শঙ্কার কথা জানিয়েছে খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷
এই মাসের ১২ তারিখের মধ্যেই এই ইউজারদের নাম ফেসবুক থেকে মুছে ফেলা হবে৷ তারা পেজ অ্যাডমিনদের কাছে এক বার্তা পাঠিয়েছে। জানিয়েছে, We’ve recently updated the way we measure how many people like your Page. Pages may see a decrease in likes after March 12, when we removed likes from inactive Facebook accounts. স্বাভাবিকভাবেই ফেসবুকের এই বার্তায় মাথায় হাত পড়েছে বহু নামি-অনামি প্রতিষ্ঠানের সোস্যাল মিডিয়া ম্যানেজারদের৷ কারণ, কাড়ি কাড়ি টাকা তারা ফেসবুককে দিয়ে হাজার-লাখো লাইক কিনেছে৷ এর মধ্যে প্রচুর সংখ্যায় এমন ইউজার রয়েছে, যারা হয়তো এখন নিষ্ক্রিয়৷ ফলে, ফেসবুকের নতুন উদ্যোগের জেরে ওই সমস্ত লাইক ফেসবুক ফ্যান পেজ থেকে বাতিল হয়ে যাবে৷ রাতারাতি কমে যাবে পেজের লাইকের সংখ্যা৷
মন্তব্য করুন