Best Reseller Hosting Service in BD
আমি একজন অদৃশ্য মানব। কোন কিছু ভালো লাগলে সবার সাথে শেয়ার করি। এটাই আমার শখ। ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
মোট পোস্ট সংখ্যা: 103  »  মোট কমেন্টস: 20  
Facebook
Google Plus
Twitter
Linkedin

২১ এপ্রিল থেকে ফেসবুক চালাতে পারবেন একদম ফ্রীতে

facebook tips-Anytechবিনা খরচের বা ফ্রি ইন্টারনেট দেশে চালু হচ্ছে ২১ এপ্রিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্পের এ ইন্টারনেটভিত্তিক সেবা ব্যবহার করা যাবে সরাসরি এবং অ্যাপ, দু’মাধ্যমেই। এই ইন্টারনেট ব্যবহার করতে কোনও টাকা খরচ হবে না।

রাজধানীর অাগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগে ওইদিন সকাল সাড়ে ১০টায় ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্পের উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস। অারও উপস্থিত থাকবেন ফেসবুক ভারতের পরিচালক অাঁখি দাস। এ সময় অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলকসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্প উদ্বোধনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন জুনাইদ অাহমেদ পলক। চালুর পর থেকেই প্রযুক্তিপ্রেমীরা ইন্টারনেট ডট ওঅারজির মাধ্যমে বিনা খরচে (জিরো ইন্টারনেট) ফেসবুকসহ সংশ্লিষ্ট (নির্দিষ্ট) সেবাগুলো ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।

e-HostBD Hosting Service

এর অাগে ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্পের একটি টিম বাংলাদেশে ‘প্রকল্পটি চালুর বিষয়ে’ কাজ করে গিয়েছে। ওই কাজের তদারকি করেন প্রকল্পের দক্ষিণ-পূর্ব এশিয়ার সমন্বয়কারী দিপ্তি গোরে। টিমটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুঅাই) প্রকল্প, ২০টি এনজিও, দুটি জাতীয় দৈনিক, মোবাইলফোন অপারেটরসহ অারও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে। প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় ইন্টারনেট ডট ওঅারজি কর্তৃপক্ষকে। এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওঅারজির মাধ্যমে দেখা যাবে। পর্যায়ক্রমে সব পোর্টাল, সাইট এই সেবার অাওতায় চলে অাসবে। ‌‌

দে‌‌‌শের মোবাইল অপারেটরগুলোও ইন্টারনেট ডট ওঅারজির মাধ্যমে সেবা দিতে পারে বলে জানা গেছে। এর মধ্যে এগিয়ে রয়েছে রবি। গ্রামীণফোন জিরো উইকিপিডিয়ার ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। যদিও চার মোবাইলফোন অপারেটর এরই মধ্যে ‘জিরো ফেসবুক’ (http://0.facebook.com) সেবা চালু করেছে।

প্রসঙ্গত, কেউ যদি ইন্টারনেট ডট ওঅারজিতে লগ-ইন করে ‘চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার’ সেবাভোগ করতে চায়, তাহলে তার কোনও ইন্টারনেট চার্জ লাগবে না। ইন্টারনেট ডট ওঅারজিতে সরাসরি না ঢুকে কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এই সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন