Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

বন্ধুর নামে ফেসবুক ফেক স্ট্যাটাস/কমেন্ট তৈরি করে চমকে দিন আপনার বন্ধুকে

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট লেখা সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হল আপনি চাইলে আপনার ফ্রেন্ড এর নামে ফেক স্ট্যাটাস/কমেন্ট তৈরি করতে পারবেন। একদম হুবহু কেউ বুঝতে পারবেন যে এটা নকল। এর জন্য অনেক সাইট আছে আপনি সার্চ করলে পাবেন। তবে আমার কাছে এই সাইট টি ভালো লেগেছে তাই এই সাইট নিয়ে একটু আলোচনা করবো।

প্রথমে নিছের লিংক এ ক্লিক করুন। দেখবেন নিছের মতো একটা পেজ ওপেন হবে।

fake status generator - Anytechtune

e-HostBD Hosting Service

 

এই ছবির দিকে খেয়াল করুন

আপনার বোঝার জন্য নাম্বার দিয়েছি।

১ নং : আপনি যদি স্ট্যাটাস তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করুন

২ নং : আপনি যদি কমেন্ট তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করুন।

৩ নং : এখানে জার নামে স্ট্যাটাস তৈরি করতে চান তার ফেসবুক এ যে নাম দেয়া আছে হুবহু লিখুন

৪ নং : এখানে যে মেসেজ দিতে চান সেটা লিখুন। ডান পাশে আপনার পরিবর্তন দেখতে পারবেন।

৫ নং : আপনি স্ট্যাটাস এ কয়জনের লাইক অ্যাড করতে চান সেটা দিন। ডিফল্ট ভাবে ৪ দেয়া আছে।

৬ নং : এখানে পরিবর্তন করার দরকার না।

৭ নং : এখানে সময় দিন মানে হল কত মিনিট বা ঘন্টা আগে লেখা হয়েছে সেটা

৮ এবং ৯ নং : এখানেও পরিবর্তন করার দরকার না

বাস তৈরি হয়ে গেল ফেক স্ট্যাটাস। এখন এইটার একটা স্ক্রীন শট নিয়ে ফেসবুক এ পোস্ট দিন। কারো বাপেরও সাধ্য নেই বোঝার। যদি কমেন্ট তৈরি করতে চান তাহলে ২ নং এ ক্লিক করুন।

একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম উপরে upload এ ক্লিক করে অবশ্যই জার ফেক স্ট্যাটাস তৈরি করতে চান তার ছবি অ্যাড করে নিবেন।

আপনি চাইলে টুইটার , ইয়াহু এ ফেক স্ট্যাটাস তৈরি করতে পারবেন। আশাকরি বুঝতে পেরেছেন। না পারলে কমেন্ট করে জানাবেন।

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন