সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কিছুটা গোপন এক ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার এ যাবৎকালের সব লাইক, কমেন্ট, এডিট, ট্যাগ করা সকল কিছু জানতে পারবেন মানে হল আপনার অ্যাকাউন্ট যেদিন থেকে ওপেন করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত জা কিছু করেছেন সকল কিছুর ইতিহাস পাবেন ফেসবুক এর একটা ফিচার এর মাধ্যমে। এজন্য ফেসবুকের বাড়তি কোনো পরিবর্তনও করতে হবে না। জদিও অনেকে এটি জানেন। তবে যারা একেবারে নতুন তারা হয়ত জানেন না। তাই ভাবলাম এই বিষয়ে একটা পোস্ট করি। অতীতে আপনার লাইক করা সব ফটো সহ যাবতীয় খুঁজে বের করার জন্য সার্চ বারের একেবারে ডান পাশে একটি তালার মতো চিহ্ন পাবেন। তার পাশে থাকা নিচের দিকে তীর চিহ্নে ক্লিক করুন। এরপর সেখান থেকে অ্যাক্টিভিটি লগ খুঁজে বের করুন। অ্যাক্টিভিটি লগ থেকে আপনার সব কার্যক্রমের তালিকা পেয়ে যাবেন।
না বুঝলে ছবির দিকে খেয়াল করুন।
এখানেই আপনি পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ লাইক, কমেন্ট, এডিট, ট্যাগ এর ইতিহাস। এতে ক্লিক করে আপনি খুঁজে বের করতে পারবেন অতীতে যেসব পেজ, ছবি কিংবা পোস্টে লাইক করেছেন তার একটি তালিকা। এছাড়া এখানে আরো কিছু ফিচার রয়েছে, যেগুলো থেকে আপনি নির্ণয় করতে পারবেন নির্দিষ্ট কোনো ব্যক্তির ছবি বা পোস্টে দেওয়া লাইকও।
আশা করি যারা জানেন না তাদের কাজে লাগবে। আজ ভাল থাকবেন। দেখা হবে অন্য একদিন।
মন্তব্য
আগে থেকেই জানতাম। যাহোক শেয়ার করার জন্য ধন্যবাদ