বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন এবং অ্যানিটেক টিউন এর সাথে আছেন। আবারো নতুন প্যাঁচাল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখন ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক অ্যাকাউন্ট নাই এমন লোক খুজে পাওয়া যাবে না। তাই ভাবলাম ফেসবুক নিয়ে একটু লিখি।
এদানিং ফেসবুক একটা সেবা চালু করছে যে কোন ভিডিও তে মাউস নিয়ে গেলে অটোপ্লে হয়। অনেকের কাছে আইতা ভাল লাগে আবার অনেকের কাছে বিরক্তির বিষয়। তাই আপনি যদি চান এই ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধ করে রাখতে পারেন। কিভাবে বন্ধ করবেন তাই আজ দেখাব। জদিও অনেকেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য।
প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করে সেটিং এ যান।
এরপর মেনু থেকে videos মেনুতে ক্লিক করে Auto-Play Videos অফ করে দিন। না বুজলে ছবিতে খেয়াল করুন।
আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করে জানাবেন।
মন্তব্য
very good post