Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 56  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এক বাগে ৫ মাস ধরে ভুগছে ফেসবুক নিউজ ফিড!

ফেসবুকে একটি অ্যালগরিদমের র‌্যাংকিং আক্রান্ত হয়ে অনেকেরই নিউজ ফিডের ওপরে উঠে আসছে প্রচুর ভুয়া এবং ক্ষতিকর তথ্য। এসমস্যা শুরু হয় অক্টোবর থেকে। মার্চের ১১ তারিখ পর্যন্ত এই বাগের কোনো কিনারা করতে পারেননি ফেসবুকের প্রকৌশলীরা! ফলে অপরিচিত এই বাগটি এরইমধ্যে নিউজ ফিডের প্রায় অর্ধেকটাই আক্রান্ত করে ফেলেছে।

এমনটাই জানিয়েছে প্রযুক্তি সংবাদ মাধ্যম ভার্জ। একটি মেমো’র বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এই বাগের কারণে যে কনটেন্টগুলো কম ছড়ানোর কথা, তা হয়নি বরং নগ্নতা, সহিংসতা এবং রাশিয়ার ইস্যু ইত্যাদি আরও বেশি করে ছড়িয়েছে। আর গত বছর এই ভুয়া তথ্যগুলো ছড়িয়ে পড়ার হার ছিল ৩০ শতাংশ। খোদ ফেসবুকের প্রকৌশলীরা ধারণা করছেন, এটি গুরুতর কোনো সমস্যা।

এদিকে হুইসেল ব্লোয়ার ফ্রান্সেস হগেন মন্তব্য করেছেন, এ ধরনের ইস্যু প্রমাণ করে ফেসবুকের এলগরিদমটি অন্যান্য গবেষকদের কাছে উন্মুক্ত করে দেওয়া উচিত, অথবা এনগেজমেন্ট-ভিত্তিক র‌্যাংকিংয়ের এলগরিদম থেকে ফেসবুকের সরে আসা উচিত।

e-HostBD Hosting Service

তবে ফেসবুকের একজন মুখপাত্র জানান, বাগটির সমাধান করা হয়েছে। এতে দীর্ঘমেয়াদি কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

  • ibraim বলেছেন:

    ফেসবুকে একটি অ্যালগরিদমের র‌্যাংকিং আক্রান্ত হয়ে অনেকেরই নিউজ ফিডের ওপরে উঠে আসছে প্রচুর ভুয়া এবং ক্ষতিকর তথ্য। এসমস্যা শুরু হয় অক্টোবর থেকে। মার্চের ১১ তারিখ পর্যন্ত এই বাগের কোনো কিনারা করতে পারেননি ফেসবুকের প্রকৌশলীরা! ফলে অপরিচিত এই বাগটি এরইমধ্যে নিউজ ফিডের প্রায় অর্ধেকটাই আক্রান্ত করে ফেলেছে।

মন্তব্য করুন