আনিটেক বন্ধুরা কেমন আছ? আশা রাখি ভালো আছ। জটিল একটা খবর দেয়ার জন্য আজকে লিখতে বসা। খুজতে খুজতে এক জাইগায় পেলাম যে জিপি নাকি ২৫ MB ফ্রী দিচ্ছে। আমিও চেষ্টা করলাম এবং কাজ ও হল তাই ভাবলাম আপনাদের কাছে ব্যাপারটা জানাই। আমি শুধু আকা ফ্রী নেট ব্যবহার করবো কেন আপ্নারাও করেন। এর জন্য যা করতে হবে তা হল
প্রথমে আপনি যে জিপি সিম ব্যবহার করেন সেখান থেকে *111*6*6# এ কল দিন তাহলে আপনার ইন্টারনেট Deactivate হয়ে যাবে। এরপর এস এম এস অপশনে লিখুন IGENP7 আর পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে!( চিন্তা নাই টাকা কাটবে না)
এরপর দেখবেন মজা , একটু পরে দেখবেন আপনার ফোন মেসেজ এসেছে ২৫ MB ফ্রী পাওয়ার। আমি নিজেই পেয়েছি আশা করি আপনারাও পাবেন। তবে সবার সিম এ নাও পেতে পারেন।
আজ এখানেই। যদি কাজ হয় অন্তত একবার কমেন্ট করে জানাবেন।
মন্তব্য করুন