আজ আমি আপনাদের ব্লগ থেকে আয় করার একটা উপায়ের কথা বলবো ।
আমরা যারা ব্লগ থেকে আয় করি তারা অবশ্যই কোন না কোন এড নেটওয়ার্ক এর সাথে জরিত। এড নেটওয়ার্ক কি টা অবশ্যই জানেন।
আমি কথা বলবো আজ CPM এড নিয়ে । এটি হল কেও যদি আপনাদের ব্লগ এ ভিসিট করে তবে আপনি ইনকাম করবেন।CPM অর্থাৎ Cost per mile ( Impression) . অর্থাৎ এরা প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য Pay করে থাকে। অনেক সোজা তাই না । হ্যাঁ CPC থেকে অনেক সোজা যদিও ইনকাম কম তবুও আপনার ব্লগে ভাল ভিজিটর থাকলে ভাল ইনকাম করতে পারবেন ।
ত চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি শুধু যাদের ভিজিটর কম তাদের সুবিধা অনুযায়ী এগুল Select করেছি ।
আমি আপনাদেরকে কয়েকটা CPM এড নেটওয়ার্ক এর Detail দিব আশা করি আপনারা উপকৃত হবেন ।
টপ লিস্টে আছে Edomz
এই সাইট টি সবচেয়ে বেশি পে করে থাকে ।
প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য এরা ৪ ডলার করে দিয়ে থাকে।
আপনি PayPal, Payza, MoneyBookers থেকে টাকা উঠাতে পারবেন। সর্বনিম্ন ৫ ডলার উঠাতে পারবেন ।
এর পরেই থাকছে জনপ্রিয় এড নেটওয়ার্ক popcash
এরা প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য United States $2.35, Italy $1.00, Germany $1.73, UK $1.32, Indonesia $0.94, India $0.45, Poland $0.50, Russia $1.01 etc. কিছু বের করতে পারলাম তাই দিলাম তবে বাংলাদেশ, ইন্ডিয়া , পাকিস্থানি ভিজিটরদের জন্য কম পে করে। ডলার পে করে থাকে । আপনি সর্বনিম্ন ১০ ডলার উঠাতে পারবেন ।
আপনি পায়জা ,পেয়পাল , Paxum এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন ।
এরপর আছে popads
এরা প্রতি ১০০০ ভিজিটরের জন্য ৩ ডলার পর্যন্ত পে করে থাকে। (আমি sure না কারন তেমন কিছুই পাইনি। যা পেয়েছি তাই দিলাম )
এরা ৫ ডলার হলেই পে করে থাকে।
এরা টাকা পে করে paypal,payza and wire transfer এর মাধ্যমে ।
ভাল থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ হাফিজ ।
সৌজনে : projuktirpoka
মন্তব্য করুন