Google Chrome
সবাই কে সালাম জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। কম্পিউটার এর জন্যে গুগল ক্রোম এর বিকল্প আমি দেখি না।
এর চমৎকার ইন্টারফেস স্মুথ ব্রাউজিং আর অসাম স্পিড আমার মত অনেক ইউজারকেই মুগ্ধ করে।
এর একটা হিডেন গেম নিয়েই আজকের পোস্ট।
এই গেম খেলতে কোন নেট কানেকশন লাগবে না।
★★ (((সত্যি কথা বলতে নেট কানেকশন থাকলে আপনি এই গেম খেলতে পারবেন না)))
★★প্রথমে নেট কানেকশন থাকলে তা অফ করুন।
★★গুগল ক্রোম চালু করুন।
★★এখন নিচের মত স্ক্রিন আসবে।
★★এবার কিবোর্ড এর স্পেস চাপুন। দেখবেন গেম চালু হয়ে গেছে। মানে মুরগিটা দৌড়ানো শুরু করেছে। এবার স্পেস বাটনের সাহায্য নিয়ে (স্পেস বাটনে চাপ দিয়ে) মুরগিটাকে সামনের বাধা গুলো অতিক্রম করান।
★★গেম শেষ হলে এ রকম আসবে।
আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট বিক্রি করব সম্পুর্ন নুতুন কিনতে চাইলে যোগাযোগ করুন
মোহাম্মাদ রোমান 01738642227
সাইট লিং Topwap.gq</strong>
মন্তব্য করুন