ডিজিটাল আঁকাআঁকির জন্য বিশ্বখ্যাত ওয়াকম গ্রাফিক্স ট্যাবলেট বাজারে আনল সাশ্রয়ী মূল্যের নতুন একটি মডেল Wacom Cintiq 16। চলতি সপ্তাহ থেকেই ওয়াকমের নতুন মডেলের গ্রাফিক্স ট্যাবলেটটি বাজারে পাওয়া যাচ্ছে। তবে দেশের বাজারে আসতে আরো কিছুদিন সময় লাগবে। এটি নামে আগের Wacom Cintiq 16 প্রো মডেলের সঙ্গে মিল থাকলে দুটি একেবারেই আলাদা গ্রাফিক্স ট্যাবলেট।
আপনি যদি ডিজিটাল মাধ্যমে আঁকাআঁকি কিংবা ইলাস্ট্রেশনের কাজ শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এটি হতে পারে আদর্শ একটি ডিভাইস। ভাইব্রেন্ট কালার, ঝকঝকে HD ডিসপ্লে এবং আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে প্রো পেন ২ আপনাকে আঁকাআঁকিতে দেবে ভিন্ন এক অভিজ্ঞতা।
ওয়াকম সিনটিকে পেন এবং ডিসপ্লের সমন্বয়ে আঁকাআঁকিতে আপনি পাবেন ক্যানভাসে আঁকার অভিজ্ঞতা। ৮১৯২ পেন প্রেশার লেভেল সেনসিটিভিটির এবং পেনের সংবেদনশীল কার্যকারিতা নিখুঁত কাজে আপনাকে সহায়তা করবে। 1920 x 1080 রেজুলেশনের পূর্ণ HD ডিসপ্লে আপনাকে আপনার কাজকে দেখায় আরো স্বচ্ছভাবে।
সর্বোপরি সহজেই বহনযোগ্য ওজনে, রাবার কেসিংয়ে আরামদায়ক নতুন মডেলের গ্রাফিক্স ডিসপ্লে ট্যাবলেটটি আপনাকে দেবে একেবারে নতুনত্বের ছোঁয়া।
নিচে দেখে নিতে পারেন স্পেসিফিকেশন-
- Product Type Creative Pen Display
- Model Number DTK-1660
- Resolution 1920 x 1080 (Full HD)
- Display Size 422 x 285 x 24.5 mm 16.6 x 11.2 x 1.0 in
- Display weigh t1.9kg without optional stand
- Screen Size (Measured Diagonally) 15.6 inch, 39.6 cm
- Active Area 344.16 x 193.59 mm, 13.6 x 7.6 in
- Pen Wacom Pro Pen 2
- Pressure Levels 8192 levels (pen and eraser)
- Resolution 5080 lpi
- ExpressKeys™ On optional ExpressKey Remote
- Additional Accessories Wacom Adjustable Stand
Wacom Pro Pen 2
Wacom Pro Pen 3D
ExpressKeyTm Remote
Wacom Keyboard
Wacom Softcase Large
Replacement Wacom nibs (standard) for Wacom Pro Pen 2
Additional previous generation pens (Classic, Airbrush, Art, Pro Pen)
মন্তব্য করুন