Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 375  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ভাল ঘুমের জন্য নিছের নিয়মগুলো মেনে চলুন

আমাদের জীবন যাপনে সামান্য কিছু পরিবর্তন এনে দিতে পারে গভীর ঘুম। ঘুম ভালো না হলে সারাদিনই তার প্রভাব পড়ে শরীর এবং কাজের ওপর। আসুন জেনে নিই শান্তিতে ভাল ঘুমের প্রস্তুতির জন্য কি কি করতে পারি:

১. বাইরে থেকে ফিরে গোসল সেরে নিন। সারা দিনের কান্তি এক নিমিষে চলে যাবে
২. এক গ্লাস গরম দুধ খান
৩. ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধ করুন
৪. পরের দিনের কাজের পরিকল্পনা আগেই করে ফেলুন, টেনশনে ঘুম নষ্ট হবে না
৫. বিছানায় যাওয়ার অনেক আগেই রাতের খাবার খেয়ে নিন
৬. চেষ্টা করুন দুশ্চিন্তা না করার
৭. শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না
৮. রাত ১০টা/১১টার মধ্যেই ঘুমোতে যান। এ সময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে
৯. পারলে সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করে দিন
১০. সফট্ মিউজিক শুনুন
১১. শোবার ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় না নিশ্চিত করুন। প্রয়োজনে ভারি পর্দা ব্যবহার করুন
১২. বাড়িতে অতিথি এলে তাদের সময় নিশ্চয় দেবেন। তবে স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটিয়ে নয়
১৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে কখনোই ভাববেন না যে ঘুম আসবে না
১৪. দিনে কিছুটা বিশ্রাম নিতে পারেন। তবে দীর্ঘ সময় ঘুমাবেন না, এতে রাতের ঘুমে প্রভাব পড়ে
১৫ প্রতিদিন এক সময়ে বিছানায় যেতে এবং ঘুম থেকে ওঠার অভ্যেস তৈরি করুন। ঘুম নিয়ে দুশ্চিন্তা না করে নিয়মগুলো মানতে শুরু করুন।

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন