Best Reseller Hosting Service in BD
আমি একজন অদৃশ্য মানব। কোন কিছু ভালো লাগলে সবার সাথে শেয়ার করি। এটাই আমার শখ। ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
মোট পোস্ট সংখ্যা: 106  »  মোট কমেন্টস: 20  
Facebook
Google Plus
Twitter
Linkedin

উইন্ডোজ ৮.১ উইথ বিং ফ্রি ভার্সন আনছে মাইক্রোসফট

0000winaaউইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উইন্ডোজ ৮.১ এর একটি ফ্রি ভার্সন উইন্ডোজ ৮.১ উইথ বিং বাজারে আনতে কাজ করছে মাইক্রোসফট। প্রযুক্তি

সাইট জেডডি নেট এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এতে মাইক্রোসফটের প্রধান প্রধান কিছু এপ্লিকেশন ও সার্ভিস বিল্ট-ইন থাকবে।
জেডডি নেটের রিপোর্ট থেকে জানা যায়, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ব্র্যান্ডিং নিয়ে সম্ভাব্য এই উইন্ডোজ ৮.১ ভার্সনে অফিস, ওয়ানড্রাইভ, স্কাইপ প্রভৃতি এপ এক্সক্লুসিভলি ফ্রি’তে দেয়া হবে।
এ দিকে দি ভার্জ লিখছে, উইন্ডোজ ৮.১ উইথ বিং এডিশনের মাধ্যমে মাইক্রোসফট কম খরচের ড৮ কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। এটি উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য একটি ফ্রি বা লো-এন্ড আপগ্রেডও হতে পারে।
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের লাইসেন্স ফি ৭০ শতাংশ কমিয়ে পিসি নির্মাতা কোম্পানিগুলোর খরচ কমানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। সুলভ মূল্যে বিক্রি হওয়া গুগল ক্রোমবুক কম্পিউটার প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে রেডমন্ড। ২৫০ ডলার মূল্যমানের নিচে বিক্রি হওয়া কম্পিউটারের জন্য এই নীতি প্রযোজ্য হবে বলে জানা যায়। এর আগে ওইএম কোম্পানিগুলোর নিকট উইন্ডোজ ফোন ওএস এবং উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা করেছিল মাইক্রোসফট।

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন