সারাবিশ্বের খেলাধুলা ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন পপস্টার শাকিরা। ফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন এই সঙ্গীত তারকা shakira
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮৬ মিলিয়নের বেশি ব্যবহারকারী শাকিরার ফ্যানপেজ ‘লাইক’ করেছেন। তাকে ফেসবুকে লাইক করেছেন ৮৬.৩ মিলিয়নের বেশি। শাকিরার পরের অবস্থানেও আছেন আরেক সঙ্গীত তারকা- রিহান্না।
ফেসবুকে নিজের জনপ্রিয়তায় অভিভূত শাকিরা স্ট্যাটাসে বলেন, ‘ওয়াও…এইমাত্র জানলাম সারাবিশ্বে ফেসবুক পেজে আমাকেই সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। আমি এখনো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সবসময় চেয়েছি আমার অনেক বন্ধু থাকবে। কিন্তু এত বেশি হবে ভাবিনি…৮৬ মিলিয়ন! যারা সমর্থন করছেন তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না!
ফেসবুকের জনপ্রিয় দশ ব্যক্তিত্বের মধ্যে সাতজনই আছেন সঙ্গীতাঙ্গনের। শাকিরার পরের অবস্থানগুলোতে আছেন রিহান্না (৮৬.২), ইমিনেম (৮৩.৯), ক্রিশ্চিয়ানো রোনালদো (৭৬.১), মাইকেল জ্যাকসন (৭১.৬), ভিন ডিজেল (৭০.১), কেটি পেরি (৬৫.৬), উইল স্মিথ (৬৪.৭), জাস্টিন বিবার (৬৪.১), লেডি গাগা (৬৩.৭)
মন্তব্য করুন