হাটি হাটি পা পা করে আপনাদের ভালবাসায় সিক্ত অ্যানিটেক আজ পার করলো একটি বছর। ২০১৩ সালের ১লা অগাস্ট আজকের এই দিনে জাত্রা সুরু করছিল এই অ্যানিটেক। অ্যানিটেক এর এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সকল ভিসিটর, শুভাকাঙ্ক্ষী, লেখক এবং সহযোগী বন্ধদের জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কারন আপনাদের কারনেই আজ অ্যানিটেক এতদূর এসেছে এবং এখনও টিকে আছে। আপনাদের সহযোগিতা ও ভালবাসায় অ্যানিটেক আজকে পার করতে যাচ্ছে দীর্ঘ একটি বছর। এই দীর্ঘ একটি বছরে অ্যানিটেকে যারা ভিসিট করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যারা পোস্ট লিখেছেন তাদের এই অবদান অনস্বীকার্য এবং তাদের এই অবদান অ্যানিটেক সারাজিবন কৃতজ্ঞ চিত্তে ও সম্মানের সাথে স্মরণ রাখবে এবং করবে। আপনরাই অ্যানিটেক এর প্রান এবং আপনারা আছেন বলে অ্যানিটেক আছে। তাই আজকের এই সুখের দিনে সবাইকে অনুরোধ জানাবো যেন আপনারা আগের মতই সবসময় অ্যানিটেক এর পাশে থেকে অ্যানিটেককে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবেন আজীবন। একটা ব্লগ এর সবচেয়ে বড় জিনিস হল ব্লগ এর লেখক এবং তার মানসম্মত লেখা। তাই আশা করবো আপনারা আপনাদের মানসম্মত লেখার মাধ্যমে অ্যানিটেককে করবেন সমৃদ্ধ। আজ আপনাদের ভালবাসা আর সহজগিতায় অ্যানিটেক অল্প দিনের মধ্যে হয়ে উঠেছে বাংলা ভাষার অন্যতম টেকনোলজি ভিত্তিক বাংলা ব্লগ এবং একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের কাধেই অর্পিত। আশা করি সবসময় অ্যানিটেক এর পাশে থাকবেন।
ধন্যবাদান্তে, অ্যানিটেক টিম।
মন্তব্য
আপনার পথ চলা শুভ হোক।
Rafiq ভাই আপনাকে ধন্যবাদ।