কথাটা শতভাগ সত্যি। এবারে বাজারে আসছে চোখ ধাদানো একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার হাতের অপরে নিয়ে আসতে পারবেন একটি পূর্ণাঙ্গ আইপ্যাড। কিভাবে? এই কাজটি সম্ভব হবে একটি ব্রেসলেটের মাধ্যমে। অন্যান্য সাধারণ ব্রেসলেটের মতো দেখতে হলেও এটি কিন্তু কোন সাধারণ ব্রেসলেট নয়। এটি একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন। আরও অবাক করা ব্যাপার হচ্ছে এটি ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে বা ধুলাবালিতে এটির কোন ক্ষতি হবে না।
ব্রেসলেট রুপি স্মার্টফোন কি কি আছে ?
অন্যান্য স্মার্ট ফোনের মতো এটিতে আপনি পাবেন
- এক্সেলেরো মিটার সেন্সর
- মেমোরি কার্ড স্লট
- উন্নতমানের প্রসসেসর
- মোবাইল ফোনের মতো ভাইব্রেটর
- শক্তিশালী ব্যাটারি
- প্রক্সিমিটি সেন্সর
- উন্নতমানের এনার্জি সেভিংস ব্লুটুথ
- হাই স্পীড ওয়াইফাই
- এল ই ডি
- ও স্নেপ বাটন
কিভাবে এটি কাজ করে?
বিস্তারিত ভালভাবে জানতে হলে আপনাকে ভিডিও টি দেখতে হবে। আর সংক্ষেপে বলতে গেলে, মাঝখানে একটি ছোটো প্রোজেক্টর লাগানো আছে যেটি মাধ্যমে আপনার হাতের ওপরে স্ক্রিন শো করবে। সাথে থাকছে কয়েকটি সেন্সর যা আপনার চলাফেরার গতিবিধি লক্ষ রাখবে এবং সেই তথ্য উপাত্তর ওপরে ভিত্তি করে ডাটা প্রসেস করবে। ভিডিওটি দেখলে ব্যাপার টি আপনি পুরোপুরি পরিস্কার হয়ে যাবেন।
বাজারে এটির ২টা ভার্শনের পাওয়া যাবে একটি ১৬ জিবি এবং আরেকটি ৩২ জিবি। থাকবে ১০টি রঙের এবং ২টি ভিন্ন সাইজের। এটির আনুমানিক দাম ধরা হয়েছে ৪০০ ডলার বা ২৫০ ইউরো। উৎপাদন কারি প্রতিষ্ঠানের“সিসরেট” বলেছে আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে পাওয়া যাবে। প্রযুক্তি বোদ্ধারা মনে করছেন এটি বাজারে আসার পরে একেবারে হুলুস থুলুস অবস্থা সৃষ্টি হবে আর এখন যেসব স্মার্ট ফোন পাওয়া যায় সেগুলা আশংকা জনক হারে বিক্রি কমে যাবে। সত্যিই কি তবে এমন কিছু হবে? কথাটির উত্তর জানার জন্য এখনো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে।
লিখাটি সর্বপ্রথম এখানে পোষ্ট হয়েছে। সময় পেলে ঘুরে আসতে পারেন আমাদের বিজ্ঞান ☼ প্রযুক্তি ব্লগ থেকে।
মন্তব্য করুন