ইন্টারনেট জগতের জনপ্রিয় ওয়েবসাইটগুলো বর্তমানে যেমন সুন্দর ওয়েব ডিজাইন সমৃদ্ধ, সাইটগুলোর শুরুরদিকে ছিলো নেহাত সাদামাটা যা দেখলে যে কেউ আশ্চর্য হবেন। আসুন দেখে নিই গুগল, ফেসবুক সহ সবার জনপ্রিয় ১০টি ওয়েবসাইটের জন্মের প্রথম দিকের ছবি।
ফেসবুকঃ
জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ফেসবুক সর্বপ্রথম এর মালিক মার্ক জাকারবার্গ যখন হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছিলেন সে সময়ে তৈরি হয়। যখন যা শুধু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে বর্তমানে সারাবিশ্বে ছড়িয়ে গেছে এই ওয়েব সাইট। এখন এর মোট ব্যবহারকারীর সংখ্যা ১.২৩ বিলিয়ন। ওয়েবসাইটটি প্রতিষ্ঠার প্রথমদিকে দেখতে কেমন ছিল তার ছবিঃ
গুগলঃ
১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন সর্বপ্রথম গুগল প্রতিষ্ঠিত করেন। যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্চিন হিসাবে পরিণত হয়েছে। গুগল ওয়েবসাইট খোলার একদম প্রথমদিকের ডেমো ভার্সনের একটা ছবিঃ
ইয়াহুঃ
১৯৯৪ সালে ওয়েবপোর্টাল ইয়াহু ডেভিড ফিলো ও জেরি ইয়াং ইয়াহু দ্বারা প্রতিষ্ঠিত হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে সার্চ ইঞ্চিন, ইয়াহু মেসেঞ্জার সহ নানা সুবিধার এই সাইটটি প্রচুর জনপ্রিয়। দেখুন প্রতিষ্ঠার প্রথম দিকের একটি ছবিঃ
ইউটিউবঃ
ইন্টারনেট জগতের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০৫ সালে। বর্তমানে ওয়েবসাইটি দেখতে যেমন প্রথমদিকের চেহারা ছিলো তার তুলনায় অনেক ভিন্ন। ইউটিউব খোলার প্রথমদিকের একটি ছবিঃ
উইকিপিডিয়াঃ
অনলাইন এনসাইক্লোপিডিয়া নামে খ্যাত উইকিপিডিয়া সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। জন্ম লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত ওয়েবসাইটির লুক তেমন বড় কোন পরিবর্তন হয়নি। ৩০ মিলিয়ন আর্টিকেল সমৃদ্ধ ওয়েবসাইটটিরর প্রথমদিকে একটি ছবিঃ
টুইটারঃ
টুইটার সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট – প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬ সালের মার্চ মাসে। এটি পৃথিবীর সর্বোচ্চ ১০টি ভিজিটকৃত ওয়েবসাইটের একটি। দেখে নিই টুইটার প্রথমদিকে দেখতে কেমন ছিলোঃ
মন্তব্য করুন