১. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গতির ইন্টারনেট ব্যবস্থা আছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেট গড় গতি ২২.২ মেগাবিট পার সেকেন্ড।
২. হংকংয়ে ইন্টারনেটের গড় গতি ১৬.৮ মেগাবিটপার সেকেন্ড। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে দেশটি।
৩. জাপান আছে তালিকার তৃতীয় স্থানে। এখানে ইন্টারনেটের গড় গতি ১৫.২ মেগাবিট পার সেকেন্ড।
৪. সুইডেন আছে চতুর্থ স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.৬ এমবিপিএস। আগের বছরের তুলনায় এই গতি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।
৫. ১৪.৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা নিয়ে তালিকার ৫ম অবস্থানে আছে সুইজারল্যান্ড।
৬. নেদারল্যান্ড আছে তালিকার ৬ নম্বরে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.২ এমবিপিএস।
৭. ১৩ মেগাবিট পার সেকেন্ড গতির ইন্টারনেট নিয়ে এই তালিকার সাত নম্বরে আছে লাটভিয়া।
৮. আয়ারল্যান্ড আছে এই তালিকার অষ্টম স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.৭ মেগাবিট পার সেকেন্ড।
৯. ১২.৩ মেগাবিট পার সেকেন্ড গড় গতির ইন্টারনেট নিয়ে নবম অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।
১০. তালিকার ১০ নম্বরে আছে ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.১ মেগাবিট পার সেকেন্ড।
মন্তব্য করুন