Best Reseller Hosting Service in BD
আমি একজন অদৃশ্য মানব। কোন কিছু ভালো লাগলে সবার সাথে শেয়ার করি। এটাই আমার শখ। ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
মোট পোস্ট সংখ্যা: 103  »  মোট কমেন্টস: 20  
Facebook
Google Plus
Twitter
Linkedin

বিশ্বের যে ১০টি দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি

বিশ্বের যে ১০টি দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশিএকটি ইন্টারনেট সংযোগ আর সাথে কীবোর্ড ও মাউসের ক্লিক, নিমিষেই হাতের মুঠোয় পুরো দুনিয়া। সহজে বিশ্ব ভ্রমণের জন্য এর থেকে সহজ উপায় আর দ্বিতীয়টি নেই। কিন্তু ইন্টারনেটের গতি যদি হয় কচ্ছপের গতির মতো, তাহলে বিরক্তির মাত্রাও থাকে একটু বেশি। বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আকামাই টেকনোলজিসের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতির একটি তুলনামূলক চিত্র। প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ রয়েছে, এমন ১০টি দেশের তালিকা এবং ইন্টারনেটের গড় গতি তুলে ধরা হলো:

১. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গতির ইন্টারনেট ব্যবস্থা আছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেট গড় গতি ২২.২ মেগাবিট পার সেকেন্ড।

২. হংকংয়ে ইন্টারনেটের গড় গতি ১৬.৮ মেগাবিটপার সেকেন্ড। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে দেশটি।

e-HostBD Hosting Service

৩. জাপান আছে তালিকার তৃতীয় স্থানে। এখানে ইন্টারনেটের গড় গতি ১৫.২ মেগাবিট পার সেকেন্ড।

৪. সুইডেন আছে চতুর্থ স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.৬ এমবিপিএস। আগের বছরের তুলনায় এই গতি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।

৫. ১৪.৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা নিয়ে তালিকার ৫ম অবস্থানে আছে সুইজারল্যান্ড।

৬. নেদারল্যান্ড আছে তালিকার ৬ নম্বরে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.২ এমবিপিএস।

৭. ১৩ মেগাবিট পার সেকেন্ড গতির ইন্টারনেট নিয়ে এই তালিকার সাত নম্বরে আছে লাটভিয়া।

৮. আয়ারল্যান্ড আছে এই তালিকার অষ্টম স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.৭ মেগাবিট পার সেকেন্ড।

৯. ১২.৩ মেগাবিট পার সেকেন্ড গড় গতির ইন্টারনেট নিয়ে নবম অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।

১০. তালিকার ১০ নম্বরে আছে ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.১ মেগাবিট পার সেকেন্ড।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন