আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আবারো হাজির হলাম আপনাদের সামনে। আমরা প্রায় সবাই বাংলাদেশের ক্রিকেট কে ভালবাশি। অনেকে এবার অনেক ক্রিকেটারের ফ্যান। আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেক সময় নিজের প্রিয় ক্রিকেটারের সবকিছু আপডেট জানতে ইচ্ছা করে তাই আমরা চাই সেই ক্রিকেটারের পেজে লাইক দিতে। কিন্তু শত ভুয়া পেজের ভিড়ে কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝায় দায়। আবার অনেক সময় আসল ফেসবুক পেজ খুজেও পাওয়া যায় না। তাই ভাবলাম আপনাদের সাথে কয়েকজন জনপ্রিয় ক্রিকেটারের ফেসবুক ভেরিফাইড পেজের লিঙ্ক (Official verified facebook fan page list of bangladesh national cricket team players) শেয়ার করি যেন আপনারা ভুয়া পেজে লাইক দিয়ে প্রতারিত না হউন। যাহোক নিছে কয়েকজন ক্রিকেটারের ফেসবুক পেজের লিঙ্ক দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে।
মন্তব্য
ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেকদিন ধরে খুজতেছিলাম কিন্তু সবার পেজ পাইতেছিলাম না। যাহোক আজ পেয়ে গেলাম।
Thanks to share