Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 54  »  মোট কমেন্টস: 8  
Facebook
Google Plus
Twitter
Linkedin

প্রতি এক সেকেন্ডে ওয়েব দুনিয়ায় যা ঘটে তার একটা পরিসংখ্যান দেখে নেয়া যাক

আবার ও ফিরে এলাম আপনাদের সামনে। আজকে একটা মজার জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আশা করি গুরুত্বপূর্ণ না হলে পড়ে ভাল লাগবে আপনাদের। যাহোক এক সেকেন্ড সময়, পলকেই পার হয়ে যায়। আমরা এমন কত সেকেন্ড নষ্ট করে ফেলি। কিন্তু জানেন কি এই সেকেন্ডেই কত কী ঘটে যায় ইন্টারনেট বিশ্বে। এই এক সেকেন্ডে কি কি ঘটে জায় এই ওয়েব দুনিয়ায় আজকে এক নজরে দেখে নেয়ার চেষ্টা করব। তাহলে দেখি কি কি ঘটে………

প্রতি সেকেন্ডে পাঁচটা নতুন প্রোফাইল খোলা হয় ফেসবুকে।

প্রতি সেকেন্ডে দুটি করে নতুন লিঙ্কডিন প্রোফাইল খোলা হয়।

e-HostBD Hosting Service

প্রতি সেকেন্ডে ৭ হাজার ১১৩টি টুইট করা হয়।

প্রতি সেকেন্ডে ৫২ হাজার ৮৯৬ বার গুগল সার্চ করা হচ্ছে।

প্রতি সেকেন্ডে স্কাইপে দুই হাজার ২৮টা কল হচ্ছে।

প্রতি সেকেন্ডে ফেসবুকে গড়ে দুই হাজার ২৬৬টি ফোটো আপলোড হচ্ছে, চার হাজার ৮৮৩টি স্ট্যাটাস আপডেট হচ্ছে।

প্রতি সেকেন্ডে ২৪,৬৬,৭৯১টি স্পাম মেল পাঠানো হচ্ছে।

প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে ৪৮৫টি ফোটো আপলোড হচ্ছে।

প্রতি সেকেন্ডে ইন্টারনেটে ৩২ হাজার ৯৯০ জিবি ট্রাফিক ব্যবহার হচ্ছে।

যারা এই ইন্টারনেট নিয়ে সারাদিন পড়ে থাকেন তাদের আশা করি ভাল লেগেছে। সবাই ভাল থাকবেন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন