সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই?
নিশ্চয়-ই ভালো। আপনারা অনেক সময় স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঝামেলায় পরেন। বিশেষ করে একই বাজেটে যদি কয়েকটা স্মার্টফোন পাওয়া যায় তখন। আজকে আমি আলোচনা করবো ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন স্মার্টফোন গুলো নিয়ে।
Walton Primo S6 DUAL
আমার আলোচনার শুরতেই রয়েছে Walton Primo S6 Dual নিয়ে।
১৪,৯৯৯ টাকা মূল্যের Primo S6 Dual এ রয়েছে আকর্ষণীয় ডিজাইন। নীল এবং কালো রঙের স্মার্টফোন গুলো এই বাজেটের অন্যতম আর্কষণ। এছাড়া ডুয়াল সেলফি ক্যামেরার জন্য সেলফি লাভারদের মধ্যে ডিভাইসটি বেশ জনপ্রিয়। এ্যন্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের কনফিগারেশনের মধ্যে অন্যতম ফিচার গুলো হলো:
ডিভাইসের নাম | Walton Primo S6 Dual |
ডিসপ্লে: | ৫.৭” ফুল ভিউ এইচ.ডি + আই.পি.এস ডিসপ্লে |
প্রোটেকশন | ২.৫ডি কার্ভড গ্লাস |
র্যাম | ৩ জিবি |
রম | ৩২ জিবি ( ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | Power VR Rogue GE8100 |
ক্যামেরা | রিয়্যার ১৩ এম.পি+২ এম.পি |
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ৩৫০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ১৪,৯৯৯ টাকা। |
Walton Primo S6 Infinity
ওয়ালটনের প্রথম অসীম বা ইনফিনিটি ডিসপ্লে যুক্ত মোবাইল। শুধু তাই নয়, ১৮:৯ আসপেক্ট রেশিও যুক্ত প্রথম স্মার্টফোন এটি।
দামের দিকে বলতে গেলে এটাকে আমরা মিড রেঞ্জ বাজেটের মধ্যে রাখতে পারি। স্লিম এবং এ্যলিগেন্ট ডিজাইনের এই স্মার্টফানটি আপনারা পাচ্ছেন ১৫,৪৯০ টাকায়। ডিভাইসিটির গেমিং, ক্যামেরা পারফরমেন্স এই বাজেটের স্মার্টফোন গুলোর মধ্যে বেশ কম্পিটিটিভ।
ডিভাইসটির উল্লেখযোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে:
ডিভাইসের নাম | Primo S6 Infinity |
ডিসপ্লে: | ৫.৫” ফুল ভিউ এইচ.ডি + আই.পি.এস ডিসপ্লে |
প্রোটেকশন | গরিলা গ্লাস ৩ |
র্যাম | ৩ জিবি |
রম | ৩২ জিবি ( ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ৬৪ বিট ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | মালি টি৭২০ |
ক্যামেরা | রিয়্যার ১৩ মেগাপিক্সেল |
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ৩০০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ১৫,৪৯০ টাকা। |
Walton Primo RX6
ওয়াল্টনের জনপ্রিয় সিরিজ Primo RX এর ৬ষ্ঠ্য কিস্তি হলো Walton Primo RX6. ডিজাইন, স্পেসিফিকেশন, ক্যামেরা সহ আরো অনেক উল্লেখযোগ্য ফিচারের কারণে মিড রেঞ্জ বাজেটে Primo Rx6 এর কম্পিটিটর নেই বললেই চলে। ১৪,৯৯৯ টাকা মূল্যের স্মার্টফোনটির উল্লেখযোগ ফিচার গুলোর মধ্যে রয়েছে:
ডিসপ্লে: | ৫.৭” ফুল ভিউ এইচ.ডি+ আই.পি.এস ডিসপ্লে |
প্রোটেকশন | ২.৭৫ডি কার্ভড গ্লাস |
র্যাম | ৩ জিবি |
রম | ১৬ জিবি ( ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) |
সি.পি.ইউ | ১.৪৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর |
জি.পি.ইউ | মালি টি৭২০ |
ক্যামেরা | রিয়্যার ১৩ মেগাপিক্সেল |
ফ্রন্ট ১৬ মেগাপিক্সেল | |
ব্যাটারি | ৩০০০ মিলি এ্যম্পিয়ার |
দাম | ১৪,৯৯৯ টাকা। |
স্মার্টফান কেনার ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। একি বাজেটে মার্কেটে নানা রকম স্মার্টফোন পাওয়া গেলেও সঠিক সিদ্ধান্তের না নেয়ার কারণে আমরা পছন্দের স্মার্টফোনটি কিনতে পারিনা।
উপরে আমি ওয়াল্টনের ৩টি স্মার্টফোন নিয়ে আলোচনা করেছি। আর স্মার্টফোনগুলোর রেঞ্জও ১৫ হাজার টাকার আশে পাশেই।
আশা করি আমার এই তুলনামূলক আলোচনা আপনার স্মার্টফোন কেনার সহায়ক হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন