Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 25  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

১০ হাজার টাকায় ওয়ালটনের বেষ্ট স্মার্টফোন সমূহ

১০ হাজার টাকা সেমি মিড রেঞ্জ বাজেটে স্মার্টফোন খুজে পাওয়া খুব টাফ বর্তমান যুগে। নানান ব্র্যান্ড তাদের হরেক রকম স্মার্টফোন লঞ্চ করেছে এই বাজেটে। আমাদের দেশীয় কোম্পানী ওয়াল্টনও এই বাজেটে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে।

আমার আজকের আলোচনায় থাকবে ১০ হাজার টাকার আশে পাশে ওয়ালটনের বেষ্ট স্মার্টফোন গুলো নিয়ে।

Walton Primo GM3+

e-HostBD Hosting Service

৪০০০ মিলি এ্যম্পিয়ার জাম্বো ব্যাটারি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে Walton Primo GM3+

৪জি সাপোর্টেড এই স্মার্টফোন-টির মূল্য রাখা হয়েছে মাত্র ৮,৪৯৯ টাকা। ডিভাইসটির মূল আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম হলো ফুল ভিউ এইচ.ডি ডিসপ্লে এবংবর্তমান যুগের ক্রেজ ১৮:৯ আসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। ২ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ আরো অনেক ফিচার  রয়েছে যা এই বাজেটে বাজারে পাওয়া যায় এমন স্মার্টফোন গুলোর মধ্যে বেষ্ট।

ডিভাইসটির উল্লেখ যোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে:

ডিভাইসের নাম Walton Primo GM3+
ডিসপ্লে: ৫.৩৪” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন ২.৫ডি কার্ভড গ্লাস
র‌্যাম ২ জিবি
রম ১৬ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ PowerVR Rogue GE8100
ক্যামেরা রিয়্যার ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ৪০০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৮,৪৯৯ টাকা।

Walton Primo H7s

স্লিম এবং হালকা গড়ণের Primo H7s স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে ৯,১৯৯ টাকা। মেটালিক বডির প্রিমিয়াম লুকস সম্পন্ন এই স্মার্টফোনটি অন্যতম আকর্ষণ হলো এর ডিজাইন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আজকাল সব কিছুর-ই সমন্বয় লাগে। ৫.৪৫” ডিসপ্লে, ২ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ডিভাইসটি ১০ হাজার টাকার আশে পাশে বেশ কম্পিটিটিভ।

ডিভাইসটির উল্লেখ যোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে:

ডিভাইসের নাম Walton Primo H7s
ডিসপ্লে: ৫.৪৫” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন ২.৫ডি কার্ভড গ্লাস
র‌্যাম ২ জিবি
রম ১৬ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ Power VR Rogue GE8100
ক্যামেরা রিয়্যার ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ৩০০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৯,১৯৯ টাকা।

 

Walton Primo R5

৯,৯৯৯ টাকা মূল্যের Primo R5 এ রয়েছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে, ৮.১ এ্যন্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম।

স্টাইলিশ লুক, এ্যলিগেন্ট ডিজাইন, ভালো মানের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সহ আরো অনেক ফিচার। ডিভাইসটির পাওয়ার ম্যানেজমেন্টে রয়েছে ৩০০০ মিলি এ্যম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। গেমিং লাভারদের জন্য ব্যবহার করা হয়েছে PowerVR GPU যা এক সময় আইফোনে ব্যবহার করা হতো।

এক নজরে ডিভাইসটির উল্লেখযোগ্য ফিচার গুলো দেখে নেই।

ডিভাইসের নাম Primo R5
ডিসপ্লে: ৫.৭২” ফুল ভিউ এইচ.ডি আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন স্ক্র্যাচ রেসিসট্যান্স ২.৫ডি কার্ভড গ্লাস
র‌্যাম ২ জিবি
রম ১৬ জিবি ( ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ Power VR Rogue GE8100
ক্যামেরা রিয়্যার ১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ৮ মেগাপিক্সেল
ব্যাটারি ৩০০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৯,৯৯৯ টাকা।

 

স্মার্টফান কেনার ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। একি বাজেটে মার্কেটে নানা রকম স্মার্টফোন পাওয়া গেলেও সঠিক সিদ্ধান্তের না নেয়ার কারণে আমরা পছন্দের স্মার্টফোনটি কিনতে পারিনা।

উপরে আমি ওয়াল্টনের ৩টি স্মার্টফোন নিয়ে আলোচনা করেছি। আর স্মার্টফোনগুলোর রেঞ্জও ১০ হাজার টাকার আশে পাশেই।

আশা করি আমার এই তুলনামূলক আলোচনা আপনার স্মার্টফোন কেনার সহায়ক হিসেবে কাজ করবে।

 

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন