Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 25  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

৫ হাজার টাকায় ওয়ালটনের সেরা স্মার্টফোন গুলো

লো-বাজেটে ভালো মানের স্মার্টফোনের কথা এক সময় চিন্তাও করা যেতনা। দেখা যায় ৫ হাজার টাকা বাজেট, এই বাজেটে স্মার্টফোনও পেয়েছেন। কিন্তু এই বাজেটের স্মার্টফোনে কোন না কোন ঘাটতি থাকবেই। হয় ব্যাটারি ব্যাকাপ কম, ক্যামেরা পারফরমেন্স খারাপ, ডিসপ্লে ছোট, র‌্যাম কম ইত্যাদি ইত্যাদি।

আজকে আমি কথা বলবো ওয়ালটনের লো বাজেট স্মার্টফোন সম্পর্কে। ৫ হাজার টাকা বাজেটে যে ভালো কনফিগার সম্পন্ন স্মার্টফোন তৈরী করা সম্ভব সেটি দেখিয়েছে স্বদেশী স্মার্টফোন নির্মাতা কোম্পানী ওয়ালটন।

Walton Primo F8s

e-HostBD Hosting Service

ওয়ালটনের লো বাজটের মধ্যে যে সকল স্মার্টফোন পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো Primo F8s.

৫.৪৫” ডিসপ্লে, ১ জিবি র‌্যাম, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর যুক্ত স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৫,১৯৯ টাকা। এ্যন্ড্রয়েড ৮.১  (গো এডিশন) অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের উভয় দিকেই রয়েছ ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ডিভাইসটির উল্লেখ যোগ্য ফিচার গুলোর মধ্যে রয়েছে:

ডিভাইসের নাম Walton Primo F8s
ডিসপ্লে: ৫.৪৫” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন নেই।
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি  ২২০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৫,১৯৯ টাকা।

Walton Primo GF7

Walton Primo GF7 সিরিজটি মূলত বাজেট ফ্রেন্ডলি। স্বল্প মূল্য আর গুনগত মান বজায় রেখেই বাজারজাত করা হয় এই সিরিজের স্মার্টফোন গুলো। Walton Primo GF7ও এর ব্যতিক্রম নয়। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা, ২৭০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি নিয়ে এই স্মার্টফোনটি ইতি মধ্যেই ইউজারদের কাছে আস্থার যায়গা করে নিয়েছে। এছাড়া বর্তমান যুগের ক্রেজ ১৮:৯ আসপেক্ট রেশিও যুক্ত অলমোস্ট বেজেল লেস ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিভাইসটিতে। বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোনটির উল্লেখযোগ্য কনফিগারেশনের মধ্যে রয়েছে:

ডিভাইসের নাম Primo GF7
ডিসপ্লে: ৫.৩৪” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন ২.৫ডি কার্ভড গ্লাস
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.২৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ২৭০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৫৯৯৯ টাকা।

Walton Primo GH7i

৫,৭৯৯ টাকা মূল্যের আরো একটি আকর্ষণীয় স্মার্টফোন হলো Walton Primo GH7i. ভাবতে পারেন, এই বাজেটে ওয়ালটন আপনাকে অফার করছে ১৮:৯ আসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। যারা বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে ৫.৪৫” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে। শুধু তাই নয়, ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে  এ্যন্ড্রয়েড ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম। শুধু তাই নয়, লো বাজেট স্মার্টফোন হওয়া সত্বেও এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ২৫০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

ডিভাইসটির আকর্ষণীয় ফিচার গুলোর মধ্যে রয়েছে:

ডিভাইসের নাম Primo GH7i
ডিসপ্লে: ৫.৪৫” ফুল ভিউ আই.পি.এস ডিসপ্লে
প্রোটেকশন ২.৭৫ডি কার্ভড গ্লাস
র‌্যাম ১ জিবি
রম ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ মালি ৪০০
ক্যামেরা রিয়্যার ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি ২৫০০ মিলি এ্যম্পিয়ার
দাম ৫,৭৯৯ টাকা।

 

স্মার্টফান কেনার ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। একি বাজেটে মার্কেটে নানা রকম স্মার্টফোন পাওয়া গেলেও সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে আমরা পছন্দের স্মার্টফোনটি কিনতে পারিনা।

উপরে আমি ওয়াল্টনের ৩টি লো বাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা করেছি।  স্মার্টফোনগুলোর রেঞ্জও ৫ হাজার টাকার আশে পাশেই।

আশা করি আমার এই তুলনামূলক আলোচনা আপনার স্মার্টফোন কেনার সহায়ক হিসেবে কাজ করবে।

 

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন