কেমন আছেন সবাই?
নিশ্চয়-ই ভালো। আবারো আসলাম আপনাদের সামনে ওয়ালটনের নতুন কিছু ফিচার ফোনের তুলনা মুলক আলোচনা নিয়ে। আজকে আমি কথা বলবো ওয়ালটনের ৩টি ফিচার ফোন নিয়ে। ফিচার ফোন গুলো হলো OLVIO MH17, OLVIO MM18, এবং OLVIO ML14.
উপরের ফিচার ফোন গুলোর দাম ৯০০ টাকা থেকে শুরু করে ১১০০ টাকার মধ্যেই।
তো চলুন, আর দেরী না করে শুরু করে দেই আমাদের আজকের আলোচনা।
OLVIO MH17
২.৮” কিউ ভিজিএ ডিসপ্লে সম্পন্ন ডিভাইসটিতে রয়েছে ডিজিটাল ক্যামেরা। ডুয়াল সিম সাপোর্টেড ফিচার ফোনটির অন্যতম সুবিধা হলো এই ফিচার ফোনে ৩২ জিবি এক্সট্রা মেমোরী কার্ড ইউজ করা যায়।
ফিচার ফোনটির আরো যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে রয়েছে: ৩জিপি, এমপি থ্রি, এম পি ফোর প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার সহ আরো অনেক কিছু।
ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকাপ হলো ১৫০০ মিলি এ্যম্পিয়ার।
স্পেশাল ফিচার:
- ফেসবুক
- কি প্যাড নোটিফিকেশন লাইট
- টর্চলাইট নোটিফিকেশন লাইট।
- ওয়্যারলেস এফ.এম রেডিও
মূল্য: ১০৯০ টাকা।
বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
OLVIO ML14
১০০০ টাকা মূল্যের ফিচার ফোনটিতে রয়েছে
২.৪” কিউ ভিজিএ ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে ডিজিটাল ক্যামেরা সহ ডুয়াল সিম সুবিধা। এই ফিচার ফোনে ৩২ জিবি এক্সট্রা মেমোরী কার্ড ইউজ করা যাবে। ফিচার ফোনটির আরো যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে রয়েছে: ৩জিপি, এম পি থ্রি, এম পি ফোর প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার সহ আরো অনেক কিছু।
ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকাপ হলো ১৪০০ মিলি এ্যম্পিয়ার।
স্পেশাল ফিচার:
- ফেসবুক।
- কি প্যাড নোটিফিকেশন লাইট।
- টর্চলাইট নোটিফিকেশন লাইট।
- ওয়্যারলেস এফ.এম রেডিও।
- ১৪০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি।
- প্রাইভেসি প্রোটেকশন উইথ পাসওয়ার্ড কি-প্যাড লক
বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
OLVIO MM18
৯৮০ টাকা মূল্যের ফিচার ফোনটিতে রয়েছে
২.৪” কিউ ভিজিএ ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে ডিজিটাল ক্যামেরা। আর ক্যামেরায় ফ্ল্যাশ লাইটও রয়েছে। আরো পাবেন ডুয়াল সিম সুবিধা। ফিচার ফোনটিতে এক্সট্রা মেমোরী কার্ড ইউজ করতে পারবেন ১৬ জিবি। আরো যে সকল ফিচার রয়েছে তার মধ্যে ৩জিপি, এম পি থ্রি, এম পি ফোর প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার উল্লেখ যোগ্য।
ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকাপ হলো ১৮০০ মিলি এ্যম্পিয়ার।
স্পেশাল ফিচার:
- ইন্টারনেট
- ফেসবুক
- কিপ্যাড এবং টর্চলাইট নোটিফিকেশন লাইট
- পাওয়ার সেভিং মোড
- অটো কল রেকর্ডার।
- ব্ল্যাক লিষ্ট।
- হোয়াইট লিষ্ট
মূল্য: ৯৮০ টাকা।
বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
মন্তব্য করুন