Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

বৈশাখী ঝড়ে, অফার চলুক সর্বোচ্চ ১০০% ছাড়ে!

বছর ঘুরে আবার আসছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সারা দেশে উৎসবের আমেজ। স্মার্টফোনপ্রেমীদের বৈশাখী আনন্দ আরেকটু রাঙিয়ে দিতে বিশেষ সুবিধা দিচ্ছে প্রযুক্তিপণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। চার মডেলের ওয়ালটন স্মার্টফোনে থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতে এই অফার ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফারে শতভাগ মূল্যছাড় পাওয়ার সুযোগ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

তিনি আরো জানান, অফারটি পেতে হ্যান্ডসেট কেনার পর এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য বিও (BO) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নম্বর লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে মূল্যছাড়ের পরিমাণ জানিয়ে দেয়া হবে। যা ফোনটির ক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করা যাবে।

e-HostBD Hosting Service

ওয়ালটন সূত্রে জানা গেছে, প্রিমো ইএইটআই, প্রিমো এফএইটএস, প্রিমো জিএইটআই ফোরজি এবং প্রিমো জিএমথ্রিপ্লাস (৩ জিবি)- এই চার মডেলের স্মার্টফোনে বৈশাখী অফার উপভোগ করা যাবে। হ্যান্ডসেটগুলোর বর্তমান মূল্য যথাক্রমে ৩ হাজার ৫০০, ৫ হাজার ১৯৯, ৬ হাজার ৭৯৯ এবং ৮ হাজার ৫৯৯ টাকা।

ইএইটআই বাদে বাকি তিনটি স্মার্টফোন নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও কেনা যাবে। রয়েছে ইএমআই সুবিধাও। সেক্ষেত্রেও ক্রেতা মূল্যছাড়ের এই অফার উপভোগ করতে পারবেন।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনগুলোয় রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

 

প্রিমো ইএইটআই: দেশে তৈরি প্রথম স্মার্টফোন এটি। অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৫ ইঞ্চি স্ক্রিন, ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৮ জিবি রম, সামনে ২ এবং পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

প্রিমো এফএইটএস: ৫.৪৫ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের এই ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও গো অপারেটিং সিস্টেম ইত্যাদি।

প্রিমো জিএইটআই ফোরজি: ফোনটির উল্লেখযোগ্য ফিচার হলো- ৫.৩৪ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লে, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মালি টি৮২০ গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম, পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৮ এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, ফেস আনলক, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট ইত্যাদি।

প্রিমো জিএমথ্রি প্লাস (থ্রি জিবি): ৫.৩৪ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের এই ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি রম, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, ওটিজি, ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট ইত্যাদি।

আরো জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ যেকোন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com

 

সুত্রঃ রাইজিং বিডি

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন