বর্তমানে আমারা দেখে আসছি যে, হাইপ সৃষ্টি করার মত ফোন গুলো ভিন্ন ভিন্ন ভার্সনে বাজারে রিরিজ করা হয়, এটি মূলত বাজার দখল করার একটি কৌশল বলা যেতে পারে কারন এর ফলে পছন্দের ডিভাইসটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ওয়ালটন Primo H8 এর ক্ষেত্রে ব্যাপারটা এমনই। বিপুল জনপ্রিয়োতার পরে Primo H8 এর নতুন ভার্শন বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। এই নতুন ভার্সনে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,০৯৯ টাকা। আর ৩ জিবি র্যামের ভার্সনটি ও পাওয়া যাবে। যার মূল্য ৭,৯৯৯ টাকা।
মন্তব্য করুন