Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 44  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

প্রি-বুক করুন ওয়ালটনের প্রথম ট্রিপল ক্যামেরা এবং নচ ডিসপ্লের স্মার্টফোন (Walton Primo S7)

বাংলাদেশে প্রথম বারের মত নচ ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসলে ওয়ালটন। ডিভাইসটির নাম ওয়ালটন প্রিমো এস সেভেন। এ.আই ট্রিপল ক্যামেরা, অক্টাকোর প্রোসেসর, শক্তিশালী ব্যাটারি সহ আরো অনেক আকর্ষণীয় ফিচার।

আসন্ন কোরবানীর ঈদে বাজারে আসার কথা রয়েছে ডিভাইসটির। তবে এখন থেকেই ডিভাইসটির প্রি-অর্ডার করতে পারবেন আপনারা। আর প্রি-অর্ডার করলেই পাচ্ছেন আকষর্ণীয় ক্যাশ ব্যাক অফার।

e-HostBD Hosting Service

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ প্রিমো এসসেভেন-এর দাম ধরা হয়েছে মাত্র ১৫,৯৯৯ টাকা। আগামী ১০ জুলাই বুধবার থেকে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেটে ফোনটির প্রি অর্ডার বা আগাম ফরমায়েশ দেয়া যাবে। যারা প্রি অর্ডার দেবেন, তাদের জন্য থাকছে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।

ওয়ালটন প্রিমো এস সেভেন এ রয়েছে ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর এইচ ডি প্লাস নচ ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন রয়েছে ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ডাষ্ট এবং স্ক্র্যাচ রেসিসট্যান্ট ২.৫ডি কার্ভড গ্লাস।

 

 

প্রিমো এস সেভেন এ ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম। ডিভাইসটির প্রোসেসর রয়েছে ১২ ন্যানোমিটার ৬৪ বিটের ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ জি.পি.ইউ। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাবেন অত্যন্ত দ্রুত গতিতে। ডিভাইসটির ইন্টারনাল মেমোরী রয়েছে ৩২ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

প্রিমো এস সেভেনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ১২, ১৩ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। এর ১২ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৪৮৬ সেন্সর। এতে অল্প আলোতে চমৎকার ছবি তোলা যাবে। ১৩ মেগাপিক্সেল আরেকটি ক্যামেরা থাকায় ১২০ ডিগ্রি সুপার ওয়াইড-অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। আর ২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সর। যা দেবে পোর্ট্রেট মোডে অসাধারণ ছবি তোলার সুবিধা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যা অল্প আলোতেও দেবে নিখুঁত সেলফি। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে এআই মোড, এআই বিউটি, পোর্ট্রেট মোড, স্লো-মোশন, টাইমস ল্যাপস, এইচডিআর, প্যানারোমা, নাইট মোড, ফেস ডিটেকশন, ডিজিটাল জুমসহ অনেক আকর্ষণীয় ফিচার।

প্রিমো এস সেভেনের পাওয়ার ম্যানেজমেন্টে রয়েছে ৩৯০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। ডিভাইসটির কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), অরিয়েন্টেশন, স্টেপ ডিটেক্টর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হল সেন্সর, স্মার্ট কভার সেন্সর ইত্যাদি।

সো আর দেরী না করে এখনি আপনার নিকটস্থ যে কোন ওয়ালটন প্লাজায় আজই- প্রি বুক করুন আর বুঝে নিন আকর্ষণীয় ক্যাশ ব্যাক অফার।

 

 

৮.২ মিমি স্লিম হ্যান্ডসেটটি ব্লু এবং সি গ্রিন- এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও ক্যামকর্ডার, স্মার্ট অ্যাকশন, স্মার্ট জেসচার ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন