আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই skype সম্পরকে জানি।এটি দিয়ে কি করা হয় তা মনে হয় বলার দরকার নাই তারপরেও আক্তু বলি বর্তমান সময়ে ভিডিও এবং অডিও চ্যাট এর জন্য সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার। আমরা যারা এটি ব্যবহার করি তারা জানি যে একটা পিসিতে সুধু একটা অ্যাকাউন্ট এ লগিন করা জায় কিন্তু আমি আজ দেখাব কি করে এক পিসিতে একাধিক অ্যাকাউন্ট লগিন করা জায়। এর জন্য যা করতে হবে তা হল নিছের কোড আপনার পিসির run এ গিয়ে paste করে এন্টার প্রেস করুন দেখবেন নতুন একটা skype ওপেন হয়েছে।এরপর লগিন করুন বাস কাজ ওকে।
For 32-bit operating systems:
“C:\Program Files\Skype\Phone\Skype.exe” /secondary
For 64-bit operating systems:
“C:\Program Files (x86)\Skype\Phone\Skype.exe” /secondary
মন্তব্য করুন