আমরা যারা ওয়েব্ ডিজাইন শিখতে চাই তাদের জন্য এক বিশাল শুখবর। আমরা সবাই চেষ্টা করি কোন IT center এ গিয়ে ওয়েব ডিজাইন শিখতে। কিন্তু বর্তমানে IT center গুলো খুব প্রোফেসনাল হয়ে গেছে। তাই আপনি যদি নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আজ একটা ওয়েবসাইট এর ঠিকানা দিচ্ছি যেখান থেকে আপনি নিজে নিজে ওয়েব ডিজাইন শিখতে পারেন। আমার দেখা সবচেয়ে ভাল একটা ওয়েবসাইট। এখানে রয়েছে অনেক tutorial যা দেখে আপনি অনেক কিছু শিখতে পারেন। এখানে সব tutorial বাংলা করা। তাই আপনি খুব সহজেই ওয়েব ডিজাইন এর অনেক কিছু শিখতে পারেন। এখানে রয়েছে CSS, HTML, PSD to HTML, WordPress, PHP সহ অনেক কিছুর বাংলায় tutorial। আমিও অনেক কিছু এখান থেকে শিখেছি এবং এখনো শিখছি।
সম্পর্কিত আরও কিছু পোস্ট
-
ফোরজির দামেই মিলবে ফাইভজি ইন্টারনেট!
-
একই পিসিতে একাধিক Skype account লগিন করতে চান? আজকে শিখিয়ে দিচ্ছি তার উপায়
-
গ্রামীনফোনে 4 GB স্যোশাল ডাটা ফ্রি পাইছেন??? কিছুদিন চালানোর পর আর চলছে না নিয়ে নিন সমাধান!!!
-
পিসি সুইট ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন তৈরি করে মোবাইল থেকে পিসিতে ইন্টারনেট ব্যবহার করবেন
-
ইউটিউব ভিডিওকে তাদের মূল রেজল্যুশনে ডাউনলোড করবেন যেভাবে
-
রমজান উপলক্ষ্যে বাংলালিংক গ্রাহকগন পাচ্ছেন ১০০ এমবি ৩জি ইন্টারনেট ডাটা একদমই ফ্রি!!! সকলেই অবশ্যই পাবেন।
-
গ্রামীনফোনের সীম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোডগুলো জেনে নিন।
মন্তব্য
Thanks A Lot……..
ধন্যবাদ আতিকুর ভাই, আশা করি নতুন অনেক কিছু শিখতে পারবো।