Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Youtube video ডাউনলোড করুন সবচেয়ে সহজ উপায়ে

হেলো বন্ধুরা Happy new Year. আশা করি নতুন বছর সবার ভাল কাটবে। আজকে নতুন একটা টিপস নিয়ে আসলাম। আশা করি একটু হলেও কাজে দিবে সবার। এর আগেও ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়ে একটা পোস্ট দিএছিলাম ,আজকেও একটা দিবো। আপনার জেভাবে সহজ হই সেভাবে ভিডিও ডাউনলোড করবেন।
জেতা জরতে হবে সেটা হল।
মনে করেন আপনি যে ভিডিও টি ডাউনলোড করবেন সেই ভিডিও টির ডাউনলোড লিঙ্ক

http://www.youtube.com/watch?v=s37Nf9a4eiQ

এখন জেতা করতে হবে সেটা হল যে এই লিঙ্ক এর সামনে সুধু ss যোগ করে এন্টার চাপুন দেখবেন আপনার কাজ হয়ে গেছে। পরে যে পেজ ওপেন হবে ওখানে আপনার কাঙ্খিত ভিডিও এর অনেক ফরম্যাট পাবেন ।এখান থেকে আপনার ইচ্ছা মতো যেকোনো ফরম্যাট ডাউনলোড করে নিন। যেমন ঃ আপনার লিঙ্কঃ

e-HostBD Hosting Service

http://www.youtube.com/watch?v=s37Nf9a4eiQ

ss যোগ করার পর লিঙ্ক

ssyoutube.com/watch?v=s37Nf9a4eiQ

আজ এখানেই। ভাল থাকবেন।

 

ydss-anytech

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন