আশা করি সবাই ভালো আছেন। আজ গুগল মাপ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমদের অনেক সময় অফিস এর ঠিকানা বা অন্য কোন কিছুর ঠিকানা ওয়েবসাইট এ গুগল মাপ এর মাদ্ধমে অ্যাড করার দরকার পরে। আজ দেখাবো কি করে গুগল মাপ আপনার ওয়েবসাইট অ্যাড করে নিবেন।
প্রথমে নিছের লিঙ্ক এ ক্লিক করে প্রবেশ করুন
https://maps.google.com/
এরপর সার্চ বার এ আপনার কাঙ্খিত ঠিকানা লিখে এন্টার প্রেস করুন। এরপর দেখবেন আপনার ঠিকানা গুগল মাপ এ শো করতেছে।
আখন উপ্রের ছবিতে দেখুন SHARE নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করুন।
এখন দেখুন নিছের ছবির মতো আরও একটা নতুন উইন্ডো শো করবে। আপনি যদি সুধু লিঙ্ক চান তাহলে Share Link এ ক্লিক করুন এবং যদি ম্যাপ সহ দেখাতে চান তাহলে Embed Map এ ক্লিক করে কোড কপি করুন। এবার আপনি সেই কোড যেখানে অ্যাড করবেন সেখানেই ম্যাপ শো করবে।
আপনি চাইলে সাইজ কম বেশি করতে পারবেন। সাইজ কম বেশি করতে কোড এর মধ্যে দেখুন weidth & height নামে একটা টেক্সট আছে ওখানে আপনার পছন্দ মত সাইজ দিন। না বুঝলে ছবিতে খেয়াল করুন।
ব্যাস কাজ ওকে।
এখন এই কোড আপনার সাইট এ যোগ করে দিন।
মন্তব্য করুন