আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পোস্ট :
বাড়িয়ে নিন আপনার গ্রামীন ফোন ইন্টারনেট এর মেয়াদ যত খুশি ততো
সকল বন্ধুদের জানাই রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। সবাই ভাল থাকেন এবং ভাল ভাবে সব রোজা করেন এটাই কামনা করি। আজকে গ্রামীন ফোন এর একটা অফার সম্পরকে কিছু বলব। গ্রামীন ফোন অফার দিয়েছে ৫ টাকায় ৭৫ মেগাবাইট এবং মেয়াদ মাত্র ৫ দিন। কিন্তু মেয়াদ মাত্র ৫ দিন হওয়ায় অনেকেরই হয়ত মেগাবাইট থেকে যাবে। তাই আজকে দেখব কি করে এর মেয়াদ ৫ দিন থেকে ১ মাস করা যায়। তো তাহলে কাজে নেমে পরা জাক।
প্রথমে *৯৯৯*৩# ডায়াল করে ৭৫ এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করুন। ডায়াল করলে দেখবেন মেসেজ আসবে যে আপনি ৭৫ এমবি পেয়েছেন এবং ভাট সহ ৫.৭৫ টাকা কেটে নিবে এবং জার মেয়াদ হবে ৫ দিন।
এখন দেখি কি করে মেয়াদ বাড়ানো যায়।
এখন *৫০০*০# এই নাম্বার ডায়াল করুন। দেখবেন মেসেজ আসছে আপনার Pay as use অ্যাক্টিভ হয়ে গেছে। ভয় পেয়ে গেলেন নাকি। না ভয় পাওয়ার কোন কারন নাই। আপনার ৭৫ এম বি চলে যায় নি।
এখন আপনাকে জেটা করতে হবে তা হলো *৫০০*১১*১# নাম্বার এ ডায়াল করতে হবে।
ফিরতি একটা মেসেজ পাবেন যে আপনার ৩ এম বি প্যাকেজ অ্যাক্টিভ হয়েগেছে। এখানে টাকা কাটবে ২.৫৫ টাকা।
এখন আপনি *৫৬৬*১০# ডায়াল করে দেখুন আপনার কত এম বি আছে আর মেয়াদ কতো দিন। আশা করি সবাই বুঝেছেন।
এটি একটি সাময়িক অফার। তবে আপনি যদি চান আপনার গ্রামীন ফোন ইন্টারনেট এর মেয়াদ বাড়িয়ে নিবেন তাহলে এই পোস্ট দেখুন। আশা করি আপনার কাজে দিবে। এই পোস্ট এর মাধ্যমে আপনি জানতে পারবেন কি করে সবচেয়ে সহজ উপায়ে গ্রামীন ফোন ইন্টারনেট কিনবেন এবং মেয়াদ কি করে বাড়িয়ে নিবেন ফ্লেক্সি প্লান (flexi plan) এর মাধ্যমে।
মন্তব্য
ভাল পোস্ট, আপনাকে ধন্যবাদ।