# অটো রিপ্লে
ভিডিও যতবার খুশি ততবার প্লে করার জন্য ইউআরএল বারে ইনফাইনিটলুপ রিপ্লেস করতে হবে।
Original Link : https://www.youtube.com/watch?v=XjSi6T73A3I
Modified Link : https://www.infinitelooper.com/watch?v=XjSi6T73A3I
এছাড়াও বিশেষ অংশ থেকে ভিডিও রিপ্লে করতে এক বিশেষ ফিচার আছে Feather Beta ফিচার কেউ যদি ধীরগতির ইন্টারনেট ব্যবহার করে থাকে তাহলে ব্রাউজ করা এবং ভিডিও দেখা কঠিন হয়ে পড়ে। ইউটিউবে একটি হিডেন ফাইল রয়েছে যা ভিডিও স্পিড বাড়াতে সাহায্য করবে।
# Exact Keyword
ইউটিউবে বিশাল ভিডিওর সংগ্রহ রয়েছে। আর কোন ভিডিওর জন্য সবাই সাধারণত টাইটেল লিখে সার্চ করে থাকে। ফলে সার্চের সাথে সম্পর্কহীন ভিডিও ও চলে আসে। আর এ থেকে মুক্তি পেতে কী ওয়ার্ড বা টাইটেলের আগে এই শব্দটি allintitle: যোগ করুন।
# নির্দিষ্ট সময়ে শুরু
অনেক সময় দেখা যায় ব্যবহারকারী একটা নির্দিষ্ট সময়ে ভিডিও শেয়ার দিতে চাইছেন সেক্ষেত্রে ভিডিও লিঙ্ককে নিচের কোড দিয়ে এডিট করতে হবে https://www.youtube.com/watch?v=XjSi6T73A3I
https://www.youtube.com/watch?v=XjSi6T73A3I#t=09s ( Add #t=09s )
আর যদি ২ মিনিট ১৫ সেকেন্ড পর প্লে করতে চান তাহলে Add #t=01m09s
মন্তব্য
ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য।