বন্ধুরা কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন ধরে পোস্ট করা হয় না তাই ভাবলাম আজ কিছু নিয়ে লেখি। যাহোক অনেকেই দেখি গ্রামীন ফোন ইন্টারনেট এর মেয়াদ নিয়ে খুবই চিন্তায় থাকেন তাই ভাবলাম কি করে সহজেই গ্রামীণ ফোন ইন্টারনেট এর মেয়াদ বাড়ানো যায় সেই বিষয়ে একটা পোস্ট করি। আমি যে টিপস শেয়ার করবো এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেগাবাইট কিনতে পারবেন এবং মেয়াদ বাড়াতে পারবেন।
আপনার জন্য আরও একটি পোস্ট। যারা গ্রামীনফোন মিনিট কিনতে চান এবং মিনিট এর মায়াদ বাড়াতে চান তাদের জন্য।
কিভাবে গ্রামীনফোনের মিনিট কিনবেন এবং মিনিটের মেয়াদ বাড়াবেন
তো কাজের কথায় আসি।
প্রথমে নিছের লিঙ্ক এ প্রবেশ করুন।
http://www.grameenphone.com/flexi-plan
বাংলায় দেখতে এখানে ক্লিক করুন
http://www.grameenphone.com/bn/flexi-plan
এরপর দেখুন নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনি টক টাইম , ডাটা, এস এম এস কিনতে পারবেন। তবে আমাদের উদ্দেশ্য যেহেতু ইন্টারনেট এর মেয়াদ বাড়ানো তাই আমরা টক টাইম এবং এস এম এস এ ০ (জিরো) সিলেক্ট করবো। তারপর ইন্টারনেট এ সবচেয়ে ছোট প্যাকেজ ৫০ মেগাবাইট সিলেক্ট করবো (আগে সবচেয়ে ছোটো প্যাকেজ ছিল ৪ মেগাবাইট) এবং মেয়াদ এক মাস অথবা আপনি যা চান সেটি সিলেক্ট করবো। বুঝতে না পারলে নিছের ছবির দিকে খেয়াল করুন।
তবে বলে রাখি এখানে আমার দেখানো পথে ইন্টারনেট এর মেয়াদ বাড়াতে ২৯.৬১ টাকার মতো খরচ হবে। তাই অবশ্যই মোবাইল ৩০ টাকা রাখবেন।
সবশেষে Buy Now এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল এ একটা এস এম এস আসবে। এস এম এস এ একটা কোড আসবে এইটা এখানে দিন বাস কাজ শেষ। দেখবেন আপনার মোবাইল এ ৫০ মেগা এসেছে এবং মেয়াদ ১ মাস হয়েগেছে। মেয়াদ চেক করতে ডায়াল করুন *১২১*১*২# আগে এর মাদ্ধমে অন্য ইন্টারনেট এর মেয়াদ ও বাড়ানো জেত কিন্তু এখন সেটা করা যায় না। তবে ফ্লেক্সি প্লান এর মাদ্ধমে নেয়া ইন্টারনেট এর মেয়াদ বাড়াতে পারবেন।
না বুঝলে কমেন্ট করুন।
এভাবে আপনি এখান থেকে মিনিট, এসএমএস সব কিনতে পারবেন এবং মেয়াদ এ বারাতে পারবেন। আমি সুধু এখানে ইন্টারনেট এর মেয়াদ কিভাবে বাড়ানো যায় সেটি শেয়ার করলাম।