Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 47  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

এবার পিসির ক্ষতিকারক আলো/রশ্মি থেকে আপনার চোখকে সুরক্ষিত রাখুন। আশা করি আপনাদের কাজে আসবে।

আসসালামু আলাইকুম। ভাইজানরা সকলে কেমন আছেন???? আশা করি সবাই ভালো আছেন। আমরা পিসি ব্যাবহারকারীরা (আমার পিসি নাই আমার বন্ধুর পিসি ব্যাবহার করি) হয়ত প্রায়ই পিসির সামনে বসে থাকি,বিশেষ করে নানা ধরনের কর্ম সাধন করি এই পিসি দিয়ে। কিন্তু আপনার কি জানা আছে?? যে এই পিসির রশ্মি আমাদের চোখের কতটা ক্ষতি করছে??? হয়ত জানা নেই,আজকের টিউনটি আমার এই বিষয়ের উপর। আমি টিউনটি দিতে চেয়েছিলাম না,কিন্তু ভাবলাম কোন ভাইয়ের যদি কাজে লেগে যায় তাই দিলাম।

আজকে আপনাদেরকে এমন একটি সফটওয়্যারটির দিব যেটা দিয়ে আপনি পিসির ক্ষতিকারক রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রথমে এখান থেকে zip ফাইলটা ডাউনলোড করে নিন এবং ইন্সটল দিন।

e-HostBD Hosting Service

ফাইলটা ডাউনলোড করার পর Extrac করুন। এমনে এই ফাইলের ভিতরে একটা Software পাবেন। আপনার পিসিতে ঐ Software টা ইনস্টল দিবেন। এবার আসল কাজ।

এখন আপনি যদি লাইট কম/বেশি করতে চান তাহলে ট্রে আইকন থেকে ‘Flux’ এর আইকন টি সিলেক্ট করুন।

এরপর ‘change settings’ এ ক্লিক করুন।

‘Day’ অংশ থেকে দিনের বেলার এবং ‘Night’ অংশ থেকে রাতের আলো সিলেক্ট করুন।

ব্যাস হয়ে গেলো। এবার আপনার পিসি হতে রশ্মির প্রভাব একটু কম পাবেন। এতে আপনার চোখ অনেকটা সুরক্ষিত থাকবে। আর পারলে চশমা ব্যাবহার করবেন।

টিউনটি কেমন হলো জানাবেন, আর যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই টিউনমেন্টে জানাবেন।

আমার সাইটঃ http://trickround.com

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন