Hello বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো আছেন। অনেক দিন একটু busy ছিলাম তাই কোনও পোস্ট করতে পারিনি।আজ একটু মেইল সম্পর্কে বলবো। আমরা সবাই ফ্রী মেইল অ্যাড্রেস ব্যবহার করি। বর্তমানে Gmail খুব পপুলার। আজ এই Gmail বিষয়ে কিছু বলবো। আমরা অনেক সময় একজনকে ইমেইল পাঠাতে গিয়া ভুল করে অন্যজনকে পাঠিয়ে ফেলি। পাঠানোর পর মনে হলে আর কিছুই করার থাকে না। তবে আমরা ইচ্ছা এই সময়ই টাকে ৩০ Second পর্যন্ত বারাতে পারি।কথা না বাড়িয়ে কাজটি কিভাবেকরবেন সেটি বলা যাক। জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিককরুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেককরে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন। আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে।তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমেইল ল্যাব সমর্থন করে না, সেক্ষেত্রে এই সুবিধা পাবেন না।
সম্পর্কিত আরও কিছু পোস্ট
-
৭৮ মেগাবাইট ইন্টারনেট সাথে ১ মাস মেয়াদ মাত্র ৮.৩০ টাকায় (গ্রামীণ ফোন বাবহারকারীর জন্য)
-
Youtube Video দেখুন buffering ছাড়া
-
বন্ধ থাকা বাংলালিংকে নিয়ে নিন ১৪ জিবি পর্যন্ত ইন্টারনেট
-
মুভির ডাইরেক্ট ডাউনলোড লিংক খুঁজুন অতি সহজে
-
এবার রবিতে পাবেন ৫ টাকা ব্যাবহারে ৫ এমবি ডাটা ফ্রি যতখুশি ততবার!!! সাথে ৫৮ অথবা ২৮ টাকা এবং টকটাইম ফ্রি!!!!
-
বিনামূল্যে ক্লাউড স্টোরেজ সুবিধা দেয় এমন সাইট এর লিস্ট দেখে নিন
-
আবারো সুপার স্পিডে বাংলালিংকের ফেসবুক প্যাকে আনলিমিটেড ফ্রি নেট সাথে ১০ টা সুপার স্পিডের সার্ভার। [আপডেটঃ ১৯/০৬/১৫]
মন্তব্য করুন