ইন্টারনেট, ছোট্ট একটি নাম হলেও এই নামের মাহাত্ন অনেক। সমগ্র বিশ্বের তথ্যভাণ্ডারকে হাতেরমুঠোয় এনে দিয়েছে এটি। আপনি চাইলেই এখন নানাভাবে নানাকাজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শিক্ষাদীক্ষা লাভের জন্যেও বেশ মোক্ষম হাতিয়ার হতে পারে ইন্টারনেট।
ইংরেজি জানা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। কি স্কুল-কলেজ, কি অফিস-আদালত সবক্ষেত্রেই ইংরেজি বেশ জোড়ালোভাবে জেঁকে বসেছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনীয়তা আরো বেশি, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে থাকেন। তাছাড়া দৈনন্দিন জীবনেও ইংরেজি কিছুটা হলেও প্রয়োজন। ইন্টারেনেটের সুবাদে আপনি এখন চাইলেই ঘরে বসে শিখে নিতে পারেন বেশ ভালোমানের ইংরেজি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এবং এখানে খুব সহজ ও সবধরনের মানুষের কথা চিন্তা করে সাজানো হয়েছে প্রতিটি পর্ব, কাজেই যারা ইংরেজি শিখতে ইচ্ছুক কিন্তু জটিল ভেবে শিখার আগ্রহ হারিয়ে ফেলেছেন,ঠিক তাদের জন্যই এই সাইত। যেখানে সম্পূর্ণ বাংলায় ও সম্পূর্ণ ফ্রিতে শিখে নিতে পারবেন। আর এই বিশেষ ওয়েব সাইটটির নাম হচ্ছে BBC জানালা। তো দেরি না এখনি শুরু করে দিন আপনার ইংরেজি শিখা ও সবাইকে জানিয়ে দিন আমিও পারি ইংরেজিতে কথা বলতে।
নিচের বইগুলো সংগ্রহ করে পড়ুন আর ঘরে বসে নিজে নিজেই বাংলায় খুব সহজে ইংরেজি শিখুনঃ
Intermediate Level English Grammar Tests With Explain
Quantitative Aptitude for Competitive Examinations by R.S. Aggarwal
১২০০ ইংলিশ গ্রামার টেস্ট ইবুক ব্যাখ্যাসহ 1200 English Grammar Tests With Explain (মোট পিডিএফ ২ টি)
মন্তব্য করুন